ঠাঁই হয় পাগলাগারদে, তারপরই নিরুদ্দেশ! এই বলিউড সুপারস্টারের অন্তিম পরিণতি খুবই মর্মান্তিক

Raj Kiran Missing Mistry : আশির দশকে বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অতি সুদর্শন এক অভিনেতা। ওই সময় অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র থেকে শুরু করে রাজেশ খান্নাদের দাপট চলছিল। তারই মধ্যে দর্শকদের মনে জায়গা করে নেন রাজ কিরণ (Raj Kiran)। বেশ কিছু সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কাজ করেছিলেন ইন্ডাস্ট্রির নামিদামি অভিনেত্রীদের সঙ্গে। কিন্তু হঠাৎই কোথাও যেন উধাও হয়ে যান তিনি।

রাজকিরণ ১৯৭৫ সালে ‘কাগজ কি নাও’ ছবি দিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন। তার সুন্দর চেহারার কারণে ও অভিনয় দক্ষতার কারণে তিনি সহজেই বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। ৮০ থেকে ৯০ দশক পর্যন্ত তিনি বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন। শাবানা আজমি, রেখা থেকে শুরু করে সারিকার মত সেরা অভিনেত্রীদের সঙ্গে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তার জুটি।

Raj Kiran

তবে নব্বইয়ের দশকের পর এই অভিনেতার আর কোনও খোঁজ মেলেনি। তিনি কোথায় আছেন, কী করছেন, কীভাবে কাটছে তার দিন কেউ জানে না। এমনকি বেঁচে আছেন কিনা সেই খবরটুকুও তার পরিবার জানে না। অভিনেতার মেয়ে ঋষিকার দাবি তিনি নাকি গত ২ দশক ধরে বাবার কোনও খোঁজ পাননি।

একসময় কর্জ, অর্থ, রাজ তিলক, তেরি মেহেরবানিয়া, এক নয়া রিস্তার মত একাধিক সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। বলিউড ইন্ডাস্ট্রিতে তার অনেক সুনাম ছিল। কর্জ ছবিতে অভিনয় করার সময় ঋষি কাপুরের সঙ্গে তার বন্ধুত্ব হয়। ঋষিও বন্ধুকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু তিনিও ব্যর্থ হন।

Raj Kiran

রাজের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না শুনে ঋষি কাপুর অনেক সন্ধান চালানোর চেষ্টা করেছিলেন। শেষমেষ সোশ্যাল মিডিয়াতে রাজকিরণের সম্পর্কে প্রচার চালিয়ে খুঁজে বের করতে চেয়েছিলেন বন্ধুকে। এরপর অভিনেত্রী দীপ্তি নাভাল রাজকিরণের সন্ধান চেয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। শেষমেষ জানা যায় নাকি আটলান্টার একটি মানসিক হাসপাতালে রয়েছেন রাজ। ,

আরও পড়ুন : Don 3-এর খলনায়ক এই বাঙালি অভিনেতা? খবর ঘিরে তোলপাড় টলিউড

Aankhen

আরও পড়ুন : ৪ টে বিয়ে, পরকীয়া থেকে অবৈধ সন্তান, রেখার বাবার কেচ্ছা শুনলে ছিঃ ছিঃ করবেন

কিন্তু ঋষি কাপুর যখন ওই মানুষের হাসপাতালে যোগাযোগ করার চেষ্টা করেন তখন জানতে পারেন রাজ সেখানেও নেই। এমনকি তার স্ত্রী ও মেয়েও জানেন না তিনি এখন কোথায়। শোনা যায় স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি। কখনো শোনা গিয়েছে তিনি আমেরিকাতে রয়েছেন, কখনো শোনা গিয়েছে মুম্বাইয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্রে রয়েছেন। রহস্যজনকভাবেই কোথায় যেন হারিয়ে গিয়েছেন বলিউডের এই সুপারস্টার।