মেয়ের কী নাম রাখলেন রাজ-শুভশ্রী? সেই নামের অর্থ কী

টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং পরিচালক রাজ চক্রবর্তীর সুখের সংসার পূর্ণ হল আজ। বৃহস্পতিবার লক্ষ্মীবারে কন্যা রুপে যেন মা লক্ষ্মীরই প্রবেশ ঘটলো রাজশ্রীর জীবনে। প্রথম সন্তান ইউভানের জন্মের তিন বছরের মাথায় ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন শুভশ্রী। আজই হয়ে গেল মেয়ের নামকরণ। মেয়ের কী নাম রাখলেন রাজশ্রী? জানুন সেই নামের অর্থ।

সন্তানের নামকরণের ক্ষেত্রে রাজ এবং শুভশ্রী কিন্তু বরাবর হিন্দু শাস্ত্রকেই গুরুত্ব দিয়ে এসেছেন। তাদের প্রথম সন্তান ইউভানের নামও খুব ভেবেচিন্তেই রেখেছিলেন তারা। ইউভান আসলে মহাদেবের আরেক নাম। মেয়ের নামকরণের ক্ষেত্রেও অন্যথা হল না। রাজ এবং শুভশ্রী তাদের মেয়ের নাম রাখলেন ইয়ালিনী চক্রবর্তী।

RAJ CHAKRABORTY AND SUBHASHREE GANGULY

‘ইয়ালিনী’, আদতে এই শব্দ এসেছে তামিল শব্দ থেকে। তামিল ভাষাতে ইয়ালিনী কথার অর্থ সংগীতের সুর। এছাড়া মা সরস্বতীর আরেক নাম হল ইয়ালিনী। ছেলে এবং মেয়ের নামকরণের ক্ষেত্রে স্বতন্ত্রতা বজায় রেখেছেন রাজ-শুভশ্রী। সচরাচর এমন নাম শোনা যায় না। তবে এখানেই শেষ নয়, ইয়ালিনী নামকরণের কিন্তু আরও বেশ কিছু গুরুত্ব রয়েছে।

যারা জ্যোতিষ শাস্ত্র ও সংখ্যাতত্ত্ব বিশ্বাস করেন, তারা মনে করেন জাতক বা জাতিকার নামকরণের উপরেও তাদের ভাগ্যের অনেকখানি নির্ভর করে। জ্যোতিষ অনুসারে জ্যেষ্ঠ নক্ষত্র এবং বৃশ্চিক রাশির জাতিকাদের নাম ইয়ালিনী রাখলে শুভ ফল মেলে। ‘Yaalini’, ‘Y’ অক্ষরের অর্থ জাতিকা স্বাধীন মনোভাবাপন্ন এবং নিয়মভঙ্গ করতে প্রস্তুত থাকেন সবসময়। এদের সাহস এবং উচ্চাকাঙ্ক্ষা প্রবল হয়। এরা আড়ম্বরপ্রিয়।

RAJ CHAKRABORTY AND SUBHASHREE GANGULY

আরও পড়ুন : রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! যীশু সেনগুপ্তের মেয়ে কত সুন্দরী হয়েছে দেখুন

‘A’ অর্থ এদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা থাকে, এরা উচ্চাকাঙ্ক্ষী এবং মুক্ত চিন্তা ভাবনার মানুষ। নামের মধ্যে ‘L’ থাকার অর্থ এরা চিন্তাশীল, যে কোনও বিষয় খুব খুঁটিয়ে ভাবতে পারেন। ‘I’ অক্ষর থাকার অর্থ জাতিকার সহানুভূতিশীল হবেন। তার মধ্যে শিল্পীসত্তা এবং সৃজনশীলতা থাকবে। ফ্যাশন থেকে কম্পোজিশনের দিকে তার আগ্রহ থাকবে।

আরও পড়ুন : ক্লাস এইটেই প্রথম মা হয়েছিলেন! ইউভান নয়, ফাঁস হল শুভশ্রী গাঙ্গুলীর প্রথম সন্তানের পরিচয়

আরও পড়ুন : শুভশ্রী নয়, রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রী কত সুন্দরী দেখুন, রইল তার পরিচয়

আর নামের মধ্যে ‘N’ থাকার অর্থই হল সেই ব্যক্তি গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে পারেন। এরা জন্মগতভাবে সৃজনশীল, মৌলিক কল্পনা শক্তির অধিকারী এবং দৃঢ়প্রতিজ্ঞ হয়ে থাকেন। উল্লেখ্য, ইউভানের জন্মের পরপরই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছিল শোরগোল। এবার ছোট্ট ইয়ালিনীও সোশ্যাল মিডিয়ার নতুন সেন্সেশন হতে চলেছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন : বর্ধমানের সাধারণ ঘরের মেয়ে আজ কাঁপাচ্ছে টলিউড! শুভশ্রীর জীবনের এই ঘটনাগুলো কেউ জানে না