প্রথম বিয়ে টেকেনি, দ্বিতীয় বিয়ে রচনার! কী ঘটেছিল সেই দিন?

বাংলা সিনেমা থেকে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি, এখন টিভি ইন্ডাস্ট্রি, গোটা সিনেমা জগত জুড়ে রাজত্ব করছেন রচনা ব্যানার্জী (Rachna Banerjee)। তার কেরিয়ারের সফলতা নিয়ে আলাদা করে কিছু বলতে হয় না। রাজনীতির ময়দানে পা রেখেও তিনি সফল। তবে তার ব্যক্তিগত জীবনের বিতর্ক পিছু ছাড়ে না। বিবাহিত জীবন সুখের হয়নি রচনার।

রচনা ব্যানার্জী বিয়ে করেছিলেন উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার সহ অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রকে (Siddhanta Mahapatra)। কিন্তু এক বছরও টেঁকেনি সেই বিয়ে। তারপর কলকাতায় ফিরে এসে তিনি বিয়ে করেন ব্যবসায়ী প্রবাল বসুকে। সে আজ প্রায় ২ দশক আগের কথা। ২০০৭ সালে প্রবাল এবং রচনার বিয়ে হয়েছিল। বিয়ের মুহূর্তের কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

RACHNA BANERJEE AND PRABAL BASU

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে রচনা-প্রবালের বিয়ের দিনের বিশেষ বিশেষ কিছু মুহূর্তের ছবি। গোলাপি রঙের বেনারসি, গলায় গোলাপের মালা, এক গা সোনার গয়না, গোলাপি রঙের ওড়না মাথায় রচনাকে খুবই সুন্দরী কনে লাগছিল সেদিনও। তবে তার যে ছবিগুলো দেখা যাচ্ছে তাতে কিন্তু বিয়ের দিন বেশ সিরিয়াস দেখাচ্ছিল রচনাকে। মুখে সেভাবে হাসি নেই।

RACHNA BANERJEE AND PRABAL BASU

টলিউডে ডেবিউ হলেও রচনা দীর্ঘদিন ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। কাজ করার সুবাদেই সিদ্ধান্তের সঙ্গে তার পরিচয় হয়। দুজনেই একে অপরের ঘনিষ্ঠ হন। তারা বিয়েও করেন। কিন্তু ডিভোর্স হয়ে যায়। ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে রচনা চলে আসেন টলিউডে। এখানে আসার পর প্রবালকে বিয়ে করেন তিনি। তাদের দুজনের একমাত্র সন্তানের নাম প্রণীল বসু। কিন্তু রচনার দ্বিতীয় বিয়েটাও সুখের হয়নি।

আরও পড়ুন : ভাগ্য বদলাতে কোন আঙুলে কী আংটি পরেন রচনা? কোনটার কাজ কী?

RACHNA BANERJEE AND PRABAL BASU

আরও পড়ুন : ৫০ এও ২০ এর জেল্লা! যৌবন ধরে রাখতে এই ‘বিউটি ড্রিঙ্কস’ পান করেন রচনা ব্যানার্জী

রচনা এবং প্রবাল কয়েক বছর একসঙ্গে থাকার পর আলাদা হয়ে যান। এখন তারা আলাদা থাকলেও একে অপরের খুব ভালো বন্ধু। একমাত্র ছেলের দায়িত্ব তারা দুজনেই সমানভাবে পালন করছেন। রচনা সম্প্রতি হুগলিতে লোকসভায় তৃণমূলের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। স্ত্রীর এই সাফল্যে গর্বিত প্রবাল বলেন, “ও যা ছোঁয়, সেটাই সোনা হয়ে যায়।” এর থেকেই বোঝা যায় আলাদা থাকলেও মানসিকভাবে একে অপরের কত বড় সাপোর্টার তারা।