দেবশ্রী পাত্তা পেলেন না, Didi No 1-এ রচনার এত সাফল্যের কারণ কি? জবাব দিলেন অভিনেত্রী

বাংলা এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির একসময়ের জনপ্রিয় নায়িকা এখন অভিনয় ছেড়ে শুধুই ছোটপর্দার সঞ্চালিকা হিসেবে পরিচিত হয়েছেন। দীর্ঘ ১২ বছর ধরে রচনা ব্যানার্জী (Rachana Banerjee) জি বাংলার (Zee Bangla) দিদি নাম্বার ওয়ানের (Didi Number One) সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন। রোজ হাসিমুখে এক ঘন্টার জন্য টিভির পর্দায় তার উপস্থিতি, এছাড়া যেন বাঙালির বিকেলটা ঠিক জমে না।

অথচ বাংলা টেলিভিশনের কাজ বড় সোজা নয়। প্রচুর চাপের পাশাপাশি একদিনের জন্য ছুটি থাকে না। তাই ক্লান্ত হয়ে ২ বার সঞ্চালনা ছেড়ে দেন রচনা। কিন্তু দর্শকদের ভালবাসার টানে তাকে আবার ফিরে আসতেই হয়। যে দুইবার তিনি দিদি নাম্বার ওয়ান ছেড়ে গিয়েছিলেন সেই বারের জন্য জুন মালিয়া এবং দেবশ্রী রায়ের মত তারকা অভিনেত্রীদের সঞ্চালিকা হিসেবে নির্বাচন করা হয়েছিল।

RACHANA BANERJEE DIDI NUMBER ONE

কিন্তু রচনার পরিবর্তে অন্য কোনও মুখ যেন কিছুতেই মেনে নিতে পারেননি দর্শকরা। আসলে তাদের কাছে কোথাও যেন দিদি নাম্বার ওয়ান মানেই রচনা ব্যানার্জী। কিন্তু কেন? দর্শকরা কেন শুধু রচনার কাছেই তাদের মনের কথা খুলে বলতে চান? তার জায়গাতে অন্য কোনও তারকাকে কেন মেনে নিতে পারেন না?

সম্প্রতি এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে নিজের মতামত তুলে ধরেন রচনা ব্যানার্জী। তার কথায় যে মানুষ নিজের কষ্টের কথা যাকে শেয়ার করতে অভ্যস্ত হয়ে যান, তিনি তাকেই খোঁজেন। দর্শকদের সঙ্গে তার এই সম্পর্কটা তৈরি হয়ে গিয়েছিল। সেই কারণেই দর্শকরা তাকেই বারবার খুঁজেছেন।

DEBASHREE ROY

দিদি নাম্বার ওয়ানের দুটি সিজনে রচনার পরিবর্তে জুন মালিয়া এবং দেবশ্রী রায়কে নেওয়া হয়েছিল। ওই দুই সিজন ৬ মাস করে চলেছিল। এরপর আর রচনার পরিবর্তে অন্য কোনও তারকা অভিনেত্রীকে তার জায়গা দেওয়ার কথা ভাবতে পারেনি চ্যানেল কর্তৃপক্ষ। বছরের পর বছর বাংলা টেলিভিশনের পর্দায় রাজত্ব চলছে শুধু রচনার।

RACHANA BANERJEE

বর্তমানে দিদি নাম্বার ওয়ানের নবম সিজন চলছে। টিআরপির নিরিখে জি বাংলার এই রিয়েলিটি শোয়ের নম্বর এবং অবস্থান থাকে সবার উপরে। রচনা ব্যানার্জী রোজ তার পোডিয়ামে দাঁড়িয়ে বাংলার মহিলাদের জীবনের কাহিনী শোনেন। তবে শুধু বাংলা নয়, বাংলার বাইরে এমনকি বিদেশেও রচনা ব্যানার্জী যেন সাধারণ মানুষের অনুপ্রেরণা।