সত্যিই Didi No 1, সমাজের জন্য রচনা নিলেন বিশেষ দায়িত্ব, গর্বিত সারা বাংলা

কেরিয়ারের প্রথম অর্ধের পুরোটাই উৎসর্গ করেছিলেন সিনেমাতে। টলিউড (Tollywood) এবং ওড়িয়া ইন্ডাস্ট্রিতে চুটিয়ে করেছেন কাজ। তার অভিনীত একটিও সিনেমা ফ্লপ হয়নি। তবে এখন ছবিতে অভিনয় ছেড়ে তিনি কাঁধে তুলে নিয়েছেন জি বাংলার (Zee Bangla) দিদি নাম্বার ওয়ানের (Didi Number One) সঞ্চালনার দায়িত্ব। সেই সঙ্গে প্রতিদিন কোটি কোটি মহিলার কাছে অনুপ্রেরণাও হয়েছেন তিনি।

তবে নিজেকে শুধু টেলিভিশনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি। তারকা সুলভ ইমেজ ছেড়ে নিজের একটি শাড়ির ব্যবসাও খুলে ফেলেছেন তিনি। একজন তারকা হয়ে তিনি যদি সাধারণের ভিড়ের মধ্যে মিশে শাড়ির ব্যবসা করতে পারেন তাহলে তাকে দেখে এগিয়ে আসবে আরও হাজার হাজার মহিলা। এমনটাই মনে করেন তিনি। তবে এবার সমাজের প্রতি বিশেষ দায়িত্বও নিয়ে ফেললেন রচনা।

জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস উপলক্ষে সাধারণের ভিড়ে মিশে রাস্তায় নেমেছিলেন রচনা। হাতে পরিবেশ সচেতনতামূলক পোস্টার ধরে পথে হাঁটতে দেখা গিয়েছে তাকে। তার এই সফরে উপস্থিত ছিলেন অ্যাসিড আক্রান্ত বহু মহিলা। অ্যাসিড আক্রান্ত মহিলাদের নিয়ে রাস্তায় নেমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কিত সচেতনতামূলক প্রচার চালাচ্ছিলেন রচনা।

সম্প্রতি এই মর্মে কিছু ছবি এবং ভিডিওতে তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। বি পি পোদ্দার হসপিটাল এন্ড মেডিক্যাল রিসার্চের তরফ থেকে এই সচেতনতামূলক প্রচার অভিযানের বন্দোবস্ত করা হয়েছিল। সেই সঙ্গে রচনার হাত দিয়ে এদিন একটি বিশেষ ফ্যাকাল্টি কার্ডের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ওই হাসপাতালে বিশেষ সুযোগ সুবিধা পাবেন সাধারণ মানুষ।

ইদানিং নানা বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে বারবার সংবাদমাধ্যমের শিরোনাম দখল করে নিচ্ছেন তিনি। বিশেষত দিদি নাম্বার ওয়ানকে কেন্দ্র করে বিভিন্ন খবরের শিরোনামে হামেশাই উঠে আসে তার নাম। আসলে এই রিয়েলিটি শোয়ের প্রধান ভিত্তিই হলেন তিনি। তাই তাকে ছাড়া দিদি নাম্বার ওয়ান কল্পনাও করতে পারেন না কেউ। তবে বিতর্ককে দূরে সরিয়ে সমাজসেবার কাজে নিজেকে নিয়োজিত করলেন রচনা। তাকে নিয়ে ফের গর্বিত তার ভক্তরা।