দক্ষিণী ইন্ডাস্ট্রি তথা বলিউডের (Bollywood) প্রতিষ্ঠিত অভিনেতা তিনি। তার ঝুলিতে দারুণ দারুণ সুপার হিট ছবি রয়েছে। ইন্ডাস্ট্রির একজন নামী অভিনেতা হওয়া সত্বেও আর মাধবন (R Madhavan) তার উপার্জন নিয়ে মাঝেমধ্যেই অনিশ্চয়তায় ভোগেন। কারণ বিনোদনের দুনিয়ার তারকাদের হাতে সব সময় কাজ থাকে না। সেই কারণেই অনিশ্চয়তার অন্ধকার মাঝেমধ্যেই গ্রাস করে তাদের।
বিনোদন জগতের যত বড় তারকাই হোন না কেন, জীবনের কোনও না কোনও সময় তারা কাজের অভাবে নিশ্চয়ই অনিশ্চয়তায় ভুগেছেন। আর মাধবনও বিগত চার বছর কেরিয়ারে এই অন্ধকার দশার মধ্যে দিয়ে গিয়েছেন। এই চার বছর নাকি তার কোনও রোজগার ছিল না। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে মুক্তি পেয়েছে তার পরিচালিত ‘রকেট্রি : দ্য নাম্বি এফেক্ট’। অভিনেতা এবার পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।
কান চলচ্চিত্র উৎসবে তার ছবি মুক্তি পাওয়া প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে কেরিয়ার নিয়ে অকপট হয়েছিলেন মাধবন। তিনি জানান করোনা আসার আগে ২ বছর তিনি ছবি পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তাই তখন উপার্জনের দিকে মন দিতে পারেননি। তারপর করোনার দরুণ আরও ২ টো বছর লকডাউন আর বিধি নিষেধের মাঝেই কেটে যায়। তখনও তার কোনও উপার্জন ছিল না।
তবে করোনা পরবর্তী সময়ে আবার একটু একটু করে ছন্দে ফিরেছে বিনোদনের দুনিয়া। তাই আবার কাজের জগতে ফিরে এসেছেন মাধবন। চার বছর পর ‘ডি-কাপলড’ ওয়েব সিরিজের মাধ্যমে তার নতুন ইনিংস শুরু হয়। এরপর ‘বিক্রম বেদা’র মতো ছবিও তার ঝুলিতে এসে ওঠে। তবে তারপরেও অনিশ্চয়তা তার মন থেকে কাটছে না।
মাধবন পরিচালিত ‘রকেট্রি : দ্য নাম্বি এফেক্ট’ ছবিটি আসলে চরবৃত্তির দায়ে কেলেঙ্কারি জালে আটকে পড়া ইসরোর প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবন কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে। এই ছবিটি হিন্দি, ইংরেজি এবং একাধিক দক্ষিণী ভাষায় ডাব করে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১লা জুলাই। মাধবনের এই ছবিতে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন শাহরুখ খান।