মাঝে বলিউড (Bollywood) বা টলিউড (Tollywood) -র এমন একটা সময় এসেছিল যখন বড় বড় তারকারা আর তেমনভাবে সিনেমা উপহার দিতে পারছিলেন না আমাদের। কমার্শিয়াল সিনেমার ব্যবসা প্রায় ডুবে যাওয়ার মুখে দাঁড়িয়েছিল। মানুষ কমার্শিয়াল সিনেমার থেকে আর্ট ফিল্ম দেখতে বেশি পছন্দ করতেন সেই সময় কিন্তু সময় বদলেছে। আবারো বলিউডের সুপারস্টাররা নতুন ফর্মে ফিরে আসছেন পর্দায় আর দেখাচ্ছেন ম্যাজিক। এবার পালা টলিউডের দেব (Dev), জিৎ (Jeet) এবং প্রসেনজিত (Prosenjit Chatterjee) -র।
বলিউডের কথা যদি বলতেই হয় তাহলে শাহরুখ খান দিয়েই শুরু করা হোক। শাহরুখ খানের ‘পাঠান’ এবং ‘জওয়ান’ দুটি সিনেমা প্রায় কয়েক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। শুধু তাই নয়, যে অভিনেতাকে এবার বিশ্রাম করার কথা বলা হয়েছিল সেই অভিনেতাই দেখিয়ে দিলেন সকলকে যে তাঁর এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে এই ইন্ডাস্ট্রিকে। শাহরুখ খানের এই সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন বন্ধু সালমান খান।
শুধু শাহরুখ বললে ভুল হবে, বলিউডের ভাইজান সালমান খান ফের ‘টাইগার থ্রি’ সিনেমার হাত ধরে ফিরে এসেছেন বড় পর্দায় আর দেখিয়ে দিয়েছেন ম্যাজিক। ‘টাইগার থ্রি’ সিনেমাটি এমন একটি সিনেমা যেটি প্রথম দিনেই সারা বিশ্বব্যাপী ৪৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এই সিনেমাটি এমন প্রথম সিনেমা যেটি উত্তর আমেরিকায় প্রথম দিনেই কোটি টাকার ব্যবসা করতে পেরেছে স্বগর্বে।
শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন ভাইজান অর্থাৎ একই পর্দায় আমরা বড় বড় দুই সুপারস্টারকে দেখতে পেয়েছি। শুধু শাহরুখ খান বললে ভুল হবে, সালমান খানের সর্বশেষ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক রোশন এবং খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি, অর্থাৎ একই পর্দায় বড় বড় তারকাদের ফের দেখা যাচ্ছে পর্দায় যেমন দেখা যেত কয়েক বছর আগে।
এবার আসি টলিউডের কথায়। টলিউডেও এখন সুপারস্টার অভিনেতারা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাইছেন এবং ঠিক সেই কথাই শোনা গেল সুপারস্টার জিতের কথায়। শাহরুখ এবং সালমানের মত কি টলিউডেও সুপারস্টারদের একই পর্দায় দেখা যাবে? এবার এই প্রশ্নের উত্তরে জিৎ বলেন, “মুম্বাই যাবার সময় বুম্বাদার সঙ্গে এই বিষয় নিয়েই কথা হচ্ছিল। যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে অবশ্যই আমরা একসঙ্গে কাজ করবো।”
আরও পড়ুন : সিরিয়াল থেকে সোজা টলিউড! এই সুপারস্টারের সঙ্গে সিনেমায় পা রাখছে ‘মিঠাই’য়ের মিষ্টি
আরও পড়ুন : ভালোবেসে প্রসেনজিৎকে এই ‘ডাকনাম’ দিলেন রচনা ব্যানার্জী! শুনেই অবাক ভক্তরা
জিৎ আরো বলেন,” এমন ছবি আগেও হয়েছে যেমন ‘জুলফিকার’ সিনেমায় বুম্বাদা, দেব, যীশু, অঙ্কুশ একসঙ্গে কাজ করেছিল। আমি আর দেব একসঙ্গে দুই পৃথিবীতে কাজ করেছিলাম। তবে একসঙ্গে কাজ করতে গেলে আমাদের এমন স্ক্রিপ দরকার যেখানে সবাই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করব কোন ক্যামিও চরিত্রে অভিনয় করব না আমরা।”