ভালোবেসে প্রসেনজিৎকে এই ‘ডাকনাম’ দিলেন রচনা ব্যানার্জী! শুনেই অবাক ভক্তরা

ঋতুপর্ণাকে ‘ফুলঝুরি’, ভালবেসে প্রসেনজিৎকে এই নাম দিলেন রচনা ব্যানার্জী

Rachana Banerjee On Prosenjit Chatterjee : বাঙালির আর এক জনপ্রিয় উৎসব কালীপুজো সবে শেষ হয়েছে। আর কালীপুজোর মানেই ফুলঝুড়ি, রংমশাল, এবং নানারকম বাজীর সম্ভার। কিন্তু, জানেন কী টলিউড (Tollywood) -র চকোলেট বোমা কে, কিংবা ফুলঝুড়ি ? সম্প্রতি, দিদি নং ওয়ান-এ একেক অভিনেতাকে একেক রকমের বাজির সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। চলুন জেনে নিই কী বললেন রচনা।

টেলিভিশনের শোয়ের কথা বললে প্রথমেই নাম আসে ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One) -এর। রচনা ব্যানার্জীর অনবদ্য সঞ্চালনা এবং বাংলার দিদিদের মন ছুঁয়ে যাওয়ার মত কাহিনী মন জিতে নিয়েছে সবার। বিগত বহু বছর ধরে এটি বাংলার নাম্বার ১ রিয়েলিটি শো। এমনকি আজকের দিনেও বাঙালির কাছে বিকেল ৫টা মানেই জি বাংলা (Zee Bangla) -য় ‘দিদি নাম্বার ওয়ান’।

Didi Number One

সেখানে বিভিন্ন মহিলার সংগ্রামী জীবনের কথা উঠে আসে। বাংলা তো বটেই, বাংলার বাইরে থেকেও অনেকে এসেছেন সেখানে নিজের জীবন সংগ্রামের কাহিনী শোনাতে। এমনকি এই শো তে মানুষজনকে বিনোদন দিতে মাঝে মাঝে প্রতিযোগী হিসেবে অংশগ্রহন করেন বিভিন্ন অভিনেত্রীরা।

সেই রকমই দীপাবলী স্পেশ্যাল এপিসোডে দিদি নং ওয়ানে এসেছিলেন টলি অভিনেত্রীরা। সেখানেই উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। আর এদিন এই শোতে দেবলীনা পাল্টা একটি প্রশ্ন রাখে রচনার কাছে। তিনি বেশ কয়েকটি বাজির নাম করেন। তারপর ওই বাজিগুলির সঙ্গে কোন টলি নায়ক-নায়িকাদের তুলনা করা যায়, সেই বিষয়ে প্রশ্ন করেন রচনাকে।

Didi Number One

দেবলীনা এদিন প্রথমেই বাজি হিসেবে ফুলঝুড়ির কথা বলেন। আর তার উত্তরে রচনা বলেন ফুলঝুড়ি হলো ‘আমাদের ঋতুপর্ণা ‘। দেবলীনার পরের প্রশ্ন ছিল ছুঁচোবাজি বলে কাকে মনে করেন রচনা। আর ছুঁচোবাজি হিসেবে রচনা নাম করেন টলিউডের অন্যতম অভিনেতা যীশু সেন গুপ্তের।

আরও পড়ুন : শ্রাবন্তীর কোল আলো করে এলো নতুন অতিথি, ছবিসহ সুখবর দিলেন অভিনেত্রী

RACHANA AND PROSENJIT

আরও পড়ুন : লজ্জা-শরমের মাথা খেয়ে হবু বরের সঙ্গে বিছানায় অন্তরঙ্গ নন্দিনী, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এরপর দেবলীনার প্রশ্ন ছিল টলিউডের চকলেট বোম কে? আর এই প্রশ্নের উত্তরে রচনা বলেন চকলেট বোম হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কারণ তিনি যেখানেই যান বোমা ফাটান। সবশেষে দেবলীনা প্রশ্ন করেন ইন্ড্রাস্ট্রিতে রকেট বোমা কে? এর উত্তরে রচনা বলেন ইন্ড্রাস্ট্রিতে এখনও কোনো রকেট বোমা তৈরি হয়নি। তার জন্য এখনও অপেক্ষা করতে হবে।