‘চোখ তুলে দেখ না…’, প্রসেনজিতের গলায় গান শুনলে মুগ্ধ হয়ে যাবেন, রইল ভিডিও

বয়স সত্যিই তার কাছে শুধুমাত্র একটি সংখ্যা। তার সমসাময়িক অভিনেতা-অভিনেত্রীরা যেখানে হারিয়ে গেছে ইন্ডাস্ট্রি থেকে, সেখানে আজও বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) করে চলেছেন প্রধান চরিত্রে অভিনয়। তবে শুধু পর্দায় নয়, স্টেজ পারফরম্যান্সেও যে তিনি কোন অংশে কম যান না সেটাই প্রমাণ হয়ে গেল সম্প্রতি। বর্ধমানের একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অভিনেতার একটি গানের ভিডিও ভাইরাল হল, যা দেখে মুগ্ধ হয়ে গেলেন দর্শকরা।

একসময় যে অভিনেতা-অভিনেত্রীরা প্রসেনজিতের ছেলে-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, তারাই আজ বুম্বাদের বিপরীতে অভিনয় করেন। এই কথাটা বলার একমাত্র কারণ হলো, বুম্বাদা কোন অল্প বয়সী ছোকরা নন বরং আজ তিনি যথেষ্ট প্রবীণ একজন অভিনেতা। কিন্তু প্রবীণ অভিনেতার কোন লেশমাত্র দেখতে পাওয়া যায় না বুম্বাদার অভিনয়ে। কি সাবলীল ভাবে এখনো তিনি টেক্কা দিয়ে যান নতুন জেনারেশনের সঙ্গে।

Prosenjit Chatterjee

শুধু টলিউড নয় প্রসেনজিৎ কাজ করেছেন বলিউডেও

শুধু সিনেমা বা ওয়েব সিরিজ নয়, তিনি কাজ করেছেন বলিউডেও। তবে এই মুহূর্তে তিনি একের পর এক মাচা শোতে অনুষ্ঠান করে বেড়াচ্ছেন। ৬০ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও বুম্বাদার যা এনার্জি, তা সত্যি আমাদের কাছে শিক্ষনীয়। সম্প্রতি বর্ধমানের নীলপুরে তেমনই একটি অনুষ্ঠানে গান গাইতে দেখা গেল অভিনেতাকে।

‘চোখ তুলে দেখ না’ গান গাইলেন প্রসেনজিৎ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কনকনে ঠান্ডায় সবুজ গালিচা পাতা মঞ্চে প্রসেনজিৎ মাইক্রোফোনে গান গাইছেন তারই অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার গান। মাইক্রোফোন হাতে অনবদ্য ভঙ্গিতে বুম্বাদা গেয়ে চলেছেন, চোখ তুলে দেখ না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি।

PROSENJIT CHATTERJEE

নাচও করলেন প্রসেনজিৎ

শুধু গান নয়, রীতিমতো ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে জমিয়ে নাচও করলেন তিনি। বুম্বাদার সঙ্গে নাচ করলেন উপস্থিত হাজার হাজার দর্শক। চরম ঠান্ডা উপেক্ষা করেও বুম্বাদাকে দেখার জন্য উপস্থিত হয়েছিলেন বর্ধমানবাসী। এই অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বুম্বাদা নিজেই ধন্যবাদ জানিয়েছেন বর্ধমান বাসীকে। বুম্বাদার কমেন্ট সেকশন ভরে গেছে অনুরাগীদের ভালোবাসার বার্তায়।

আরও পড়ুন : প্রসেনজিৎ চ্যাটার্জির বডিগার্ডের বেতন কত? জানলে নেতা-মন্ত্রীরাও লজ্জা পাবে

Prosenjit Chatterjee

আরও পড়ুন : রাজপ্রাসাদের মত বাড়ি, দামী দামী গাড়ি! কত সম্পত্তির মালিক প্রসেনজিৎ চ্যাটার্জী?

বুম্বাদার কমেন্ট বক্স ভরে গেছে শুভেচ্ছা বার্তায়

বুম্বাদার ভিডিওর কমেন্টে কেউ কেউ যেমন লিখেছেন, কে বলবে প্রসেনজিতের বয়স নাকি ৬১! কেউ আবার লিখেছেন, এই বয়সে কি করে এত এনার্জি ধরে রাখেন? কেউ কেউ আবার মন্তব্য করেছেন, প্রসেনজিত মানেই সবকিছু ইতিবাচক। আবার কেউ কেউ লিখেছেন, আপনার বয়স সত্যি মনে হয় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সেই ছোট্টবেলার দেখা হিরো আপনি, আজ একই রকম রয়েছেন।