নতুন বছরে এক ঝাঁক নতুন সিনেমা নিয়ে আসছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। প্রত্যেক বছরেই তিনি একাধিক সিনেমা মুক্তি দেন। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে তার সময়টা তেমন ভালো যাচ্ছে না। বছরে ১০-১২টি সিনেমা রিলিজ করলেও দর্শকদের মনে তেমন দাগ কাটতে পারছে না বলিউড খিলাড়ির সিনেমাগুলি। কিন্তু নতুন বছরে কোমর বেঁধে মাঠে নামবেন অক্ষয়। কমেডি-ড্রামা থেকে থ্রিলার-সাসপেন্স, অক্ষয়ের ৫ টি বড় বাজেটের সিনেমা মুক্তি পাবে এই বছর। দেখুন সেগুলোর নাম।
১. শংকরা (Shankara) : একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে আসছে অক্ষয় কুমারের এই সিনেমাটি। এই সিনেমা দিয়েই কার্যত বছরের শুরুটা করবেন অক্ষয় কুমার। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ ই মার্চ।
২. জলি এলএলবি ৩ (Jolly LLB 3) : প্রথম দুটি পার্টের সাফল্যের পর এবার আসছে জলি এলএলবির তৃতীয় পার্ট। এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ১১ই এপ্রিল। শুধু অক্ষয় কুমার নন, প্রথম জলি এলএলবি আরশাদ ওয়ারসিও থাকবেন এই সিনেমায়। এই সিনেমাতে অক্ষয় এবং আএরশাদ, দুই জলিএলএলবিকেই পাওয়া যাবে।
৩. হাউসফুল ৫ (Housefull 5) : হাউসফুল ফ্রাঞ্চাইজির সব থেকে বড় বাজেটের সিনেমাটি মুক্তি পাবে এই বছরের জুন মাসে। হাউসফুলের এর আগের চারটি পার্ট হিট ছিল। নতুন এই সিনেমাতে থাকছেন সঞ্জয় দত্ত, ফারদিন খান, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, কৃতি স্যানন, কৃতি খরবন্দা এবং অন্যান্যরা।
৪. সাইকো (Psycho) : কমেডি ড্রামার পাশাপাশি সাসপেন্স থ্রিলারও আনছেন অক্ষয় কুমার। সাইকো সিনেমাটিতে অক্ষয় কুমারকেই ভিলেনের ভূমিকাতে দেখা যাবে।
৫. কান্নাপা (Kannappa) : ২০২০ সালে মুক্তি পাবে পৌরাণিক কাহিনী নির্ভর তেলেগু ভাষার এই সিনেমাটি। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন প্রভাস, নয়ন তারা, বিষ্ণু মঞ্চু এবং অক্ষয় কুমার। অক্ষয় কুমারকে এই সিনেমাতে মহাদেবের ভূমিকায় দেখা যাবে।