বাংলার গর্ব প্রসেনজিৎ! দেব-জিৎকে পেছনে ফেলে ছিনিয়ে নিলেন সেরা সম্মান

Asian Academy Creative Award Goes To Prosenjit : দেব নয়, জিতও ফেল! জাতীয় মঞ্চে সেরা সম্মান পেলেন প্রসেনজিৎ, গর্বিত বাংলা

Pinki Banerjee

Published on:

Asian Academy Creative Award : আমি ইন্ডাস্ট্রি, টলিউড (Tollywood) -র এমন কথা শুধু বলতে পারেন একমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। একটা সময় যখন টলিউডের অবস্থা একেবারে শোচনীয় ছিল তখন এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একা কাঁধে এগিয়ে নিয়ে গিয়েছিলেন টলিউডকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সমসাময়িক কোন অভিনেতা অভিনেত্রী নিজেকে এতটাও নিয়োজিত করেননি ইন্ডাস্ট্রিকে ভালোবেসে।

আপনি হয়তো জানেন না, সালমান খান অভিনীত “ম্যানে পেয়ার কিয়া” এবং “সাজন” সিনেমাদুটি প্রথমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের করার কথা ছিল কিন্তু তিনি টলিউড ছাড়তে রাজি হননি বলেই সেই সিনেমাদুটি সালমান খান করেছিলেন। তবে বর্তমানে শুধুমাত্র টলিউড না, তিনি বলিউডেও সমানভাবে কাজ করেছেন। এই বছর বলিউডে একসঙ্গে দুটি সিনেমায় কাজ করছেন প্রসেনজিৎ আর সেই কাজের দরুন তিনি পেলেন এক বিরাট সম্মান।

Prosenjit Chatterjee

জাতীয় স্তরে এশিয়ান অ্যাকাডেমিক ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড (Asian Academy Creative Award) মঞ্চে পুরস্কৃত হলেন বুম্বাদা। জুবিলিতে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ সহ অভিনেতা বিভাগের পুরস্কৃত হলেন তিনি। অভিনেতার অসাধারণ অভিনয়ে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই।

এমন একটি পুরস্কার পেয়ে ভীষণভাবে আপ্লুত বুম্বাদা। জীবনে পুরস্কারের কমতি নেই ঠিকই কিন্তু বলিউডে সবে মাত্র ভালো কাজ শুরু করতে শুরু করেছেন তিনি, আর তার প্রথমেই এত বড় পুরস্কার পেয়ে ভীষণ খুশি প্রসেনজিৎ। আন্তর্জাতিক পর্যায়ে এই পুরস্কারের খবর শুনে শুধুমাত্র টলিউডের অভিনেতা-অভিনেত্রী নন, গর্বিত বোধ করছেন প্রত্যেক বাঙালি।

Prosenjit Chatterjee

প্রসঙ্গত, ২২ শ্রাবণ, দ্বিতীয় পুরুষের পর এবার মুক্তি পেতে চলেছে “দশম অবতার”। প্রবীর রায় চৌধুরী নিঃসন্দেহে এমন একটি চরিত্র যা পুলিশের চিরাচরিত অবতারকে পাল্টে দিয়েছিল। এবার প্রবীর রায়চৌধুরীর সঙ্গে দেখা যাবে ইন্সপেক্টর পোদ্দারকে।

Prosenjit Chatterjee

আরও পড়ুন : বউয়ের পেট দেখিয়ে বাঙালি সংস্কৃতির অপমান! সুপারস্টার জিতকে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

সৃজিত পরিচালিত স্পাই থ্রিলারের তৃতীয় পর্ব আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। পুজোর আনন্দের মধ্যেই এমন একটি সিনেমা হাতের কাছে পেয়ে ভীষণ আপ্লুত বাঙালিরা আর তার আগে এমন একটি খবর শুনতে পেয়ে সেই আনন্দে যে আরও কিছুক্ষণ বেড়ে গেল তা বলাই বাহুল্য।

আরও পড়ুন : আর নয় অভিনয়! টলিউড ছেড়ে শিক্ষিকার পেশা নিলেন দেবশ্রী রায়