Tollywood Relationship : ধারাবাহিক হোক সিনেমা হক তাতে একটি গোটা টিম কাজ করে। আর তাতে অনেক মানুষ একসঙ্গে কাজ করে। আর কথাতেই আছে, দুটো বাসন একত্রে রাখলে ঠোকাঠুকি লাগবেই। মানুষও তার ব্যতিক্রম নয়। টলিউড (Tollywood) -র অভিনেতা অভিনেত্রীদের মধ্যেও এমন ঘটনার কথা প্রায়ই শোনা যায়। জানেন কি এ রকমই কোন একটি কারণে বাংলা ধারাবাহিক (Bengali Mega Serial) -র জনপ্রিয় অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি (Pushpita Mukherjee) এবং সোনালী চৌধুরী (Sonali Chowdhury) -র মধ্যে দীর্ঘদিন কথা বন্ধ ছিল। চলুন জেনে নিই কী হয়েছিল তাদের মধ্যে।
এক দশকেরও বেশি সময় ধরে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’ (Didi Number One)। মহিলাদের সংগ্রাম, তাঁদের আত্মত্যাগের বাস্তব গল্প এই গেম শো-র মঞ্চে উঠে আসে। জি বাংলা (Zee Bangla) -র এই শো অনুপ্রেরণা জোগায় বাংলার হাজার হাজার মহিলাদের, আত্মনির্ভর হওয়ার বার্তা দেয়। সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের সুপারহিট সঞ্চালনা আর জীবনকে নাড়িয়ে দেওয়া কথাবার্তা তো রয়েইছে।
আর সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে নিজেদের সঙ্গে ঘটে যাওয়া এমনি এক ঘটনা শেয়ার করলেন পুষ্পিতা মুখোপাধ্যায় এবং সোনালি চৌধুরী। এই দুই অভিনেত্রীই বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। ছোটপর্দার অতি পরিচিত মুখ তারা। একসঙ্গে কাজও করেছেন দুজনে। কিন্তু তাদের মধ্যেও যে এক সময়ে মনোমালিন্য ছিল তা জানতেন না অনেকেই।
আর এই কথাই দিদি নাম্বার ওয়ানে খেলতে এসে একথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী সোনালি। সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি এই প্রসঙ্গে জানান, ‘আমার আর পুষ্পিতার মধ্যে একটা বিবাদ হয়েছিল ঠিকই, তবে বড়সড় কোনো ঝামেলা হয়নি। একসঙ্গে কাজ করতে গিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। তার থেকেই তৈরি হয় দূরত্ব’।
এরপরেই তিনি বলেন, ‘কিন্তু পুষ্পিতা বেশিদিন ওই পরিস্থিতি চলতে দেননি। পুষ্পিতা নিজে উদ্যোগ নিয়ে সমস্ত ঝামেলা মিটিয়েছিলেন। আমাকে কিছুই করতে হয়নি পুষ্পিতা নিজে এগিয়ে এসে সবকিছু ঠিক করে নেন আমাদের মধ্যে। এমনকি এখন আর আমাদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই।’ এদিন দিদি নম্বর ওয়ানের মঞ্চের শোতে একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা যায় পুষ্পিতা এবং সোনালিকে।
আরও পড়ুন : বহু বছর পর পর্দায় ফিরছেন সিরিয়ালের জনপ্রিয় নায়িকা, জি বাংলায় আসছে নতুন চমক
আরও পড়ুন : শতাব্দীর সেরা সিনেমা! Jawan সুপারহিট হওয়ার পেছনে রয়েছে এই ৫ টি কারণ
তবে এমন ঘটনা অবশ্য এখন প্রায়ই শোনা যায়। এখন আবার সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনোকিছু চাপাও থাকে না। যেমন কিছুদিন আগেই দুই অভিনেত্রী সোহিনী সরকার এবং তৃণা সাহার মধ্যে বিবাদ জায়গা করে নিয়েছিল সংবাদ শিরোনামে। কর্মক্ষেত্রে বাড়তি সুযোগ সুবিধা নিয়ে দুই নায়িকার মধ্যে মনোমালিন্য বেশ কিছুদিন ধরে ছিল চর্চায়। তবে এ বিষয়ে বিশেষ কোনো মন্তব্য করতে চাননি সোহিনী বা তৃণা।