দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা প্রতীক বব্বর। রাজ বব্বর এবং স্মিতা পাটেলের একমাত্র সন্তান প্রতীক। প্রেম দিবসেই জীবনের নতুন সূচনা করলেন তিনি। ২০২৩ সালে প্রথম বিয়ে ভাঙার পর ওই বছরই নতুন প্রেমিকার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন প্রতীক। এই বছরই দ্বিতীয় বিয়েটা সেরে ফেললেন তিনি। পাত্রী বলিউডের এক হট বম্ব, যার সঙ্গে আবার রয়েছে বাংলার যোগ।
কাকে বিয়ে করলেন প্রতীক বব্বর?
২০১৯ সালের সানিয়া সাগরকে বিয়ে করেছিলেন প্রতীক। কিন্তু তাদের এই বিয়েটা মোটেই সুখের হয়নি। ২০২৩ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। ওই বছরই প্রিয়ার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন প্রতীক। বারিশ, বেকাবু, লাভ বাইটসের মত ওয়েব সিরিজ এবং হিন্দি, তামিল, তেলেগু মিলিয়ে একাধিক সিনেমাতে অভিনয় করেছেন প্রিয়া। প্রিয়ার হটনেসে কাবু নেটপাড়া। একটি সাক্ষাৎকারে প্রিয়ার ব্যাপারে বলতে গিয়ে প্রতীক বলেছিলেন, “আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার জীবনে প্রিয়াকে পেয়েছি। আমি অনেক ভুল করেছি, কিন্তু কিছু নিশ্চয় ভালো করেছি যে ওর মতো একজন আমার জীবনে এসেছে। আমি তখন সেপারেশনে, ওরও বাগদান ভেঙেছে। তো সেই সময় ২০২০ সালে আমি ওকে মেসেজ করি। এরপর যখন ওকে প্রথম চুমু খাই তখনই বুঝি খেলা শেষ। আমি বুঝে গেছিলাম যে ওই সেই মানুষটা। প্রথমে একটু দ্বিধায় ছিলাম যেহেতু আমি ডিভোর্সি, আর বিষয়টা একটু জটিল ছিল। কিন্তু ও আমার বাড়ি হয়ে ওঠে।”
প্রতীক বব্বর এবং প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের বিয়ে
বিয়েতে প্রতীক এবং প্রিয়া দুজনেই আইভরি রংয়ের পোশাক বেছে নিয়েছিলেন। প্রিয়া পরেছিলেন আইভরি রঙের লেহেঙ্গা এবং একই রঙের শেরওয়ানি পরেছিলেন প্রতীক। বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে তারা তাদের বিয়ের ছবি শেয়ার করেছেন। তাদের দেখে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন সকলে। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ক্যাপশনে প্রিয়া লিখেছেন, “আমি আমার প্রতিটা জীবনেই তোমাকে বিয়ে করতে চাই।”
আরও পড়ুন : পাকিস্তানী অভিনেতাকে বিয়ে করে দেশ ছাড়ছেন রাখি সাওয়ান্ত! শুরু তৃতীয় বিয়ের তোড়জোড়
View this post on Instagram
আরও পড়ুন : বান্ধবীর বরের সঙ্গে পরকীয়া করে অন্তঃসত্ত্বা! এই অভিনেত্রীর জীবনের কাছে বলিউড সিনেমাও ফেল
ছেলের বিয়েতে আসেননি রাজ বব্বর
দ্বিতীয় বিয়েতে খুব বেশি জনকে আমন্ত্রণ জানাননি প্রতীক। কাছের কিছু বন্ধু-বান্ধবই কেবল আমন্ত্রণ পেয়েছিলেন প্রতীক এবং প্রিয়ার বিয়েতে। এমনকি বাবা রাজ বব্বরকে পর্যন্ত বিয়েতে আমন্ত্রণ জানান নিয়ে প্রতীক। প্রতীকের সৎ ভাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রতীক তাদের পরিবারের কাউকেই বিয়েতে আমন্ত্রণ করেননি। এমনকি বাবাকেও না।