বাংলার সুপারস্টার তিনি। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে নিজের আধিপত্য গড়ে তুলেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee)। তার কথায়, তিনিই ইন্ডাস্ট্রি। আজ এত বছর পেরিয়েছে, ইন্ডাস্ট্রিতে নতুন নতুন নায়কের আবির্ভাব হলেও প্রসেনজিৎ চ্যাটার্জীর জনপ্রিয়তা এখনও সেই আগের মতই আছে। তবে জানেন কি চাইলে তিনি বলিউডের শাহরুখ, সালমান (Salman Khan), আমির খানদের ভাতে মারতে পারতেন এতদিনে?
বাংলার এই সুপারস্টারের সামনে ছিল বলিউডের সুপারস্টার হওয়ার সুযোগ। কিন্তু সেই সময় তিনি নিজেকে পুরোদস্তুর বাংলা সিনেমার জন্য নিয়োজিত করেছিলেন। টলিউডের অভিনেতাদের হাতে বলিউডে কাজ করার সুযোগ এলে তা ফিরিয়ে দেওয়ার সাহস দেখাতে পারেননি উত্তম কুমারের মত তারকারাও। কিন্তু সেই জায়গায় প্রসেনজিৎ নিজের ইচ্ছেতে ফিরিয়ে দিয়েছিলেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’র (Maine Pyaar Kiya)মত ছবির সুযোগ।
প্রায় ৩০ বছর আগে সালমান খানের হিট ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’র হাত ধরে প্রসেনজিৎ চাইলে বলিউডে পা রাখতে পারতেন। নির্মাতারা চেয়েছিলেন প্রসেনজিৎ এই ছবির নায়ক হন। কিন্তু সেই ছবি করতে রাজি হলেন না প্রসেনজিৎ। কেন সেদিন এত বড় সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি? সেই কারণটা কিন্তু আজও খুলে বলেননি প্রসেনজিৎ।
সদ্য নতুন ওটিটি সিরিজ ‘জুবিলী’ দিয়ে প্রসেনজিতের গ্র্যান্ড এন্ট্রি হতে চলেছে হিন্দি বিনোদনের দুনিয়াতে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার ট্রেলার। বলিউডে সিনেমা দিয়ে নয়, ওয়েব সিরিজ দিয়ে পা রাখতে চলেছেন প্রসেনজিৎ। সিরিজ মুক্তির আগে এখন জোর কদমে প্রচার চালানোর জন্য মুম্বাইতে উড়ে যেতে হচ্ছে তাকে। সেখানেই তিনি তার প্রথম বলিউড ছবি ছেড়ে দেওয়ার প্রসঙ্গে মুখ খোলেন।
প্রসেনজিৎকে প্রশ্ন করা হয় কেন সেদিন তিনি ম্যায়নে পেয়ার কিয়ার মত এমন একটি ছবি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন? যার উত্তরে প্রসেনজিৎ বলেন, “এসব ছাড়ুন, ভুলে যান। আমরা বরং জুবিলী নিয়ে কথা বলি।” প্রসেনজিতের ছেড়ে দেওয়া এই ছবিই সালমান খানের ভাগ্য ফিরিয়ে দেয়। চাইলে অনায়াসে এই ছবি করে প্রসেনজিৎ বলিউডের মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন।
তবে এখন এই প্রসঙ্গে মুখ না খুলতে চাইলেও ২০১২ সালের নিউ ইয়র্ক টাইমসে একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ কারণটা খুলে বলেছিলেন। তিনি জানান আসলে বাংলা ছবির কেরিয়ারটাকে তিনি নষ্ট করতে চাননি। তিনি আগে তিনটি হিন্দি ছবি করেছিলেন যেগুলো ফ্লপ করে। এবার কলকাতায় এসে ‘অমর সঙ্গী’ করার পর সেটা হিট করে। প্রসেনজিৎ ঝুঁকি নিয়ে আর মুম্বাইয়ের দিকে পা বাড়াননি। তাই ম্যায়নে পেয়ার কিয়া, সাজানের মত ছবির প্রস্তাব তিনি ফিরিয়ে দেন।