শুধু বলিউড নয়, টলিউডেরও (Tollywood) একাধিক অভিনেতা এবং অভিনেত্রী নিজেদের নাম পরিবর্তন করে বিনোদনের দুনিয়াতে পা রেখেছেন। বর্তমানে বাংলা সিনেমায় এমন অনেক সুপারস্টার আছেন যাদের আসল নাম কেউ জানেন না। তারা ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে নিজেদের নাম বদলে নেন। এই তালিকায় রইল তাদের আসল নাম।
বনি সেনগুপ্ত (Bonny Sengupta) : টলিউডের লিডিং মোস্ট অভিনেতা তিনি! কিছুদিন আগেই তার নাম জড়িয়ে ছিল দুর্নীতি মামলাতে। বনি সম্পর্কে অভিনেতা তথা পরিচালক সুখেন দাসের নাতি। তিনি পরিচালক রাজ চক্রবর্তীর বরবাদ ছবির হাত ধরে অভিনয়ের দুনিয়াতে পা রেখেছিলেন। তার আসল নাম অনুপ্রিয় সেনগুপ্ত।
দেব (Dev) : দেবের আসল নাম জানেন তার ভক্তরা। বলিউডের এই সুপারস্টারের নাম দীপক অধিকারী। ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে তিনি তার নাম বদলে নিয়েছিলেন। এখন দেব নামেই তিনি গোটা টলিউড কাঁপাচ্ছেন।
জিৎ (Jeet) : আবাঙালি হলেও বাংলা সিনেমার অন্যতম সফল অভিনেতা হলেন জিৎ। এই মুহূর্তে কমার্শিয়াল ছবির বাজারে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। তার আসল নাম জিতেন্দ্র মাদনানী।
যিশু সেনগুপ্ত (Jishu Sengupta) : বর্তমানে বাংলার পাশাপাশি বলিউড এবং দক্ষিণী সিনেমার দুনিয়াতেও দারুণ জনপ্রিয় যিশু। অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার দিকেও তিনি বেশ সফলতা পেয়েছেন। তার আসল নাম যিশু নয়। তিনি তার নাম বিশ্বরূপ সেনগুপ্ত থেকে যিশু সেনগুপ্ত রাখেন।
কোয়েল মল্লিক (Koel Mallick) : টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিকের একমাত্র কন্যা কোয়েল মল্লিক। তিনিও ইন্ডাস্ট্রির একজন নামী সুপারস্টার। ২০০৩ সালে নাটের গুরু ছবি দিয়ে তিনি পা রেখেছিলেন ইন্ডাস্ট্রিতে। তার আগে তিনি তার নাম রুক্মিণী মল্লিক থেকে পরিবর্তন করে কোয়েল রাখেন।
রচনা ব্যানার্জী (Rachana Banerjee) : এই তালিকাতে রচনা ব্যানার্জীর নামও রয়েছে। তিনিও বাংলা সিনেমাতে পা রাখার আগে নিজের নাম পরিবর্তন করেন। টলিউড পরিচালক সুখেন দাস তার নাম ঝুমঝুম ব্যানার্জী থেকে বদলে রচনা রাখেন।