বয়কটের মুখেও চাহিদা তুঙ্গে, কয়েক হাজারে বিকোচ্ছে ‘পাঠানে’র টিকিট ! দাম জানলে মাথায় পড়বে হাত

প্রায় চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার বড় পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আগামী ২৬ শে জানুয়ারি তাই শাহরুখ ভক্তদের কাছে বলতে গেলে একটা উৎসবের মত। দীর্ঘ প্রায় চার বছর ধরে তারা অপেক্ষা করে থেকেছেন শাহরুখকে বড় পর্দায় দেখবেন বলে। শাহরুখ, দীপিকা, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ (Pathaan) মুক্তি পাবে আগামী সপ্তাহেই।

শাহরুখের ছবিকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে তুমুল উন্মাদনা দেখা দিচ্ছে। বয়কটের চোখ রাঙানি উপেক্ষা করে হু হু করে বিকোচ্ছে টিকিট। টিকিটের দাম এমনিতেই চড়া, তার উপর আবার চাহিদা এত বেশি বেড়েছে যে টিকিট নাকি অমিল হয়ে দাঁড়িয়েছে। এক সপ্তাহ আগে থেকেই ‘পাঠান’ দেখার জন্য অগ্রিম টিকিট বুক করে রাখছেন দর্শকরা।

চড়া দামে বিকোচ্ছে ‘পাঠান’ ছবির টিকিট। রাজধানীতে নাকি এরই মধ্যে কয়েক হাজার টাকায় পাওয়া যাচ্ছে ছবির টিকিট! দিল্লিতে টিকিটের দাম ২০০০ ছাড়িয়ে গিয়েছে। তাও নাকি শাহরুখ ভক্তরা টিকিট হাতে পাচ্ছেন না। দিল্লির একটি প্রেক্ষাগৃহে ২১০০ টাকায় পাওয়া যাচ্ছে ‘পাঠান’ ছবির টিকিট। টিকিটের দাম এত বেশি হলেও বেশিরভাগ সিনেমা হলে এরই মধ্যে হাউসফুলের বোর্ড ঝুলছে!

এই ফলাফল দেখে সিনে বিশেষজ্ঞরা প্রথমেই দাবি করছেন মুক্তির দিনেই কার্যত বক্স অফিসে বড় অংকের ঝড় তুলতে চলেছে ‘পাঠান’। শাহরুখ ভক্তরা টিকিটের দামের পরোয়া না করেই অগ্রিম বুকিং করছেন। এমনকি এখন নাকি দিল্লিতে বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিটেরও অভাব দেখা দিয়েছে। তবে শুধু দিল্লি নয়, মুম্বাই এবং কলকাতাতেও হু হু করে টিকিট বিক্রি হচ্ছে চড়া দামে।

মুম্বাইতে ছবির টিকিটের সর্বোচ্চ দাম ১৫০০ টাকা ছুঁয়েছে। এত দামের মধ্যেও ছবি মুক্তির প্রথম দিনে বেশিরভাগ সিনেমা হল হাউসফুল হয়ে গিয়েছে। কলকাতাতে অবশ্য টিকিটের দাম অত নয়। এখানে ৬৫০ টাকা মূল্যের টিকিটের বেশিরভাগ প্রেক্ষাগৃহ প্রায় ভর্তি হয়ে গিয়েছে। টিকিটের চাহিদা এখানে আকাশ ছোঁয়া।

গত ১০ ই জানুয়ারি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার। সেটা দেখতে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এই ছবিতে শাহরুখ খান, দীপিকা, জন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডিম্পল কাপাডিয়া। ছবিটির পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শুধু ভারত নয়, গোটা বিশ্বের শাহরুখ ভক্তরা আগামী ২৬ শে জানুয়ারির জন্য অপেক্ষা করে রয়েছেন।