উলটপালট টিআরপিতে ভেসে গেল জগদ্ধাত্রী! কে হল বেঙ্গল টপার? চমকে দিচ্ছে ফলাফল

এক সপ্তাহের অপেক্ষার অবসান। নিয়মমাফিক বৃহস্পতিবার প্রকাশিত হল বাংলা টেলিভিশন (Bengali Telivision) চ্যানেলের টিআরপি (TRP) তালিকা। প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও সকাল থেকেই পছন্দের সিরিয়ালের রিপোর্ট কার্ড পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন ভক্তরা। অবশেষে সামনে এল জি বাংলা স্টার জলসা এবং অন্যান্য চ্যানেলের সমস্ত সিরিয়ালের টিআরপি তালিকা।

অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) গত সপ্তাহের মত এই সপ্তাহেও টিআরপি টপার হয়েছে। তবে শুধু টিআরপি টপার নয়, সূর্য এবং দীপা মুখোমুখি আসার এই নতুন ট্র্যাক চড়চড় করে বাড়িয়ে দিয়েছে রেটিং। বেশ কয়েক মাসের বেঙ্গল টপার জগদ্ধাত্রীকে (Jagadhatri) এক ধাক্কায় সরিয়ে দিয়ে অনুরাগের ছোঁয়া এখন শুধুই ছক্কা হাঁকাচ্ছে প্রতি সপ্তাহে।

এই সপ্তাহে অনুরাগের ছোঁয়া পেয়েছে ৯.৫ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। তবে জগদ্ধাত্রী ৮.৮ নম্বর পেয়েছে। অর্থাৎ অনেকখানি ব্যবধানে এগিয়ে রয়েছে অনুরাগের ছোঁয়া। তৃতীয় স্থানে রয়েছে গৌরী এল। গত সপ্তাহে এই সিরিয়ালটি ৮.০ নম্বর পেয়েছে। চতুর্থ স্থানে রয়েছে খেলনা বাড়ি। খেলনা বাড়ির প্রাপ্ত নম্বর ৭.৮।

পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু এবং বাংলা মিডিয়াম। দুটি বিপরীত চ্যানেলের একই স্লটের দুটি সিরিয়াল পেয়েছে ৭.৬ নম্বর। একইভাবে স্টার জলসা এবং জি বাংলার একই স্লটের দুই সিরিয়াল পঞ্চমী এবং রাঙা বউ যৌথভাবে ষষ্ঠ স্থান দখল করেছে। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.২। সপ্তম স্থানে রয়েছে গাঁটছড়া এবং আলতা ফড়িং।

গাঁটছড়া এবং আলতা ফড়িং যৌথভাবে ৭.০ নম্বর পেয়েছে। অষ্টম স্থানে রয়েছে এক্কাদোক্কা। স্টার জলসার এই সিরিয়ালটি ৬.৯ নম্বর পেয়েছে। নবম স্থানে রয়েছে মিঠাই। মিঠাইয়ের টিআরপি গত সপ্তাহের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। মিঠাই পেয়েছে ৬.৫ নম্বর। দশম স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল এবং সাহেবের চিঠি।

ঋত্বিক মুখার্জী এবং অরুনিমা হালদারের নতুন সিরিয়াল ‘মন দিতে চাই’ এই সপ্তাহেও টিআরপি তালিকাতে নাম ওঠাতে ব্যর্থ হল। রাত ১০.৩০টার সময়ে দেওয়ার কারণে এমনিতেই দর্শক সংখ্যা কম। তাই এই দুই অভিনেতার ভক্তরা নতুন সিরিয়ালের এমন উদ্ভট টাইম টেবিল দেখে প্রতিবাদ জানিয়েছিলেন। তবে চ্যানেল এখনও এই নতুন সিরিয়ালের টাইম টেবিল বদলায়নি।