নতুন বছরের শুরুতেই রীতিমত ছক্কা হাঁকালো বলিউড (Bollywood)। শাহরুখের (Shah Rukh Khan) কাঁধে ভর দিয়ে ‘পাঠান’ (Pathaan) এখন উড়ছে আকাশে। চার বছর পর শাহরুখ খানের বড় পর্দায় কামব্যাকের দিন গোটা দেশ যেন উৎসবে মেতে উঠেছিল। মাত্র ৩ দিনেই ৩০০ কোটি টাকার ব্যবসা, সেই সঙ্গে একের পর এক রেকর্ড ভাঙছে ‘পাঠান’। এই পর্যন্ত ২০টি রেকর্ড ভেঙে ফেলল ছবিটি। সাফল্যের শীর্ষে এখন শুধুই ‘পাঠানে’র নাম।
মুক্তির মাত্র ৩ দিনের মাথায় ‘পাঠান’ ছবি ২০ টি নতুন রেকর্ড গড়ে ফেলল। এক, এটি বর্তমানে হিন্দি সিনেমার ইতিহাসে একদিনে সব থেকে বেশি আয় করা ছবি। মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে ‘পাঠান’ তার জয় অব্যাহত রেখেছে। দুই, হিন্দি সিনেমার ইতিহাসে এই প্রথম কোনও হিন্দি ছবি মুক্তির দিনেই ৫৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। তিন, ছবিটি দ্বিতীয় দিনেও ৭০ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড করেছে।
চার, সব থেকে দ্রুত মাত্র দু দিনেই ১০০ কোটি গণ্ডি ছাড়িয়ে গিয়েছে একমাত্র হিন্দি ছবি ‘পাঠান’। মুক্তির পরপর দুদিনই ৫০ কোটির আয়ের মাইলফলক টপকে একমাত্র হিন্দি ছবি হিসেবে পঞ্চম রেকর্ড করেছে ছবিটি। ছয়, শুধু হিন্দি ছবির নিরিখে নয়, ভারতের প্রত্যেকটি ফিল্ম সার্কিটেই দ্বিতীয় দিনে রেকর্ড তৈরি করেছে পাঠান। সাত, প্রথম দিনে দেশজুড়ে সবচেয়ে বড় ব্যানারে মুক্তি পাওয়া একমাত্র হিন্দি ছবি ছিল শাহরুখের এই ছবিটি।
আট, করোনার পর প্রথম দিনের আয়ের নিরিখে সবথেকে বেশি ব্যবসা করেছে এই হিন্দি ছবিটি। নয়, ছুটির দিনে মুক্তি না পাওয়া সত্ত্বেও আয়ের নিরিখে শীর্ষে ছিল ’পাঠান’। দশ, হিন্দি সিনেমার মধ্যে দ্বিতীয় দিনেও ব্যবসার নিরিখে শীর্ষে ছিল ‘পাঠান’। এগারো, যশরাজ ফিল্মসের প্রযোজনা সংস্থা হিন্দি ছবিতে এর আগে ২০১৮-১৯ এবং ২০২৩ সালে ৫০ কোটির মাইলফলক ভাঙতে পেরেছে।
বারো, গত চার বছরের মধ্যে যশরাজ ফিল্মস ৪ বার ৫০ কোটির বেশি ব্যবসা করতে পেরেছে। তেরো, ‘পাঠানে’র আগে এই প্রযোজনা সংস্থার ‘ওয়ার’ এবং ‘থাগস অফ হিন্দুস্তান’ ৫০ কোটির ব্যবসা করতে পেরেছিল। চোদ্দ, ‘এক থা টাইগার’ এবং ‘ওয়ার’ পর যশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্স প্রথম দিনে রেকর্ড ব্যবসা করল। পনেরো, প্রথম এবং দ্বিতীয় দিনের হিসেবে এই ছবিটি শাহরুখ খানের সর্বোচ্চ ব্যবসা করা ছবি।
ষোলো, এই ছবিটি শাহরুখের পাশাপাশি দীপিকা পাড়ুকোনেরও প্রথম এবং দ্বিতীয় দিনের সর্বোচ্চ ব্যবসা করা ছবি। সতেরো, জন আব্রাহামের প্রথম এবং দ্বিতীয় দিনের সর্বোচ্চ ব্যবসা করা ছবি। আঠারো, পরিচালক সিদ্ধার্থ আনন্দেরও এটি প্রথম এবং দ্বিতীয় দিনের হিসেবে সর্বোচ্চ ব্যবসা করা ছবি। উনিশ, যশরাজ ফিল্মসের একটি সর্বোচ্চ ব্যবসা করে প্রথম এবং দ্বিতীয় দিনের ছবি। কুড়ি, যশ রাজ ফিল্মস স্পাই ইউনিভার্সের মধ্যে প্রথম এবং দ্বিতীয় দিনের হিসেবে এটি সর্বোচ্চ আয় করা ছবি।