পাকিস্তান থেকে গান চুরি! ‘বেশরম’ শাহরুখ-দীপিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল পাকিস্তানী গায়ক

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি আছে, এই বছরের জানুয়ারি মাসের শেষ দিকেই মুক্তি পাবে শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) পাঠান ছবিটি। প্রায় চার বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। তবে ছবি মুক্তির আগেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে সারা দেশ জুড়ে। তবে এবার শাহরুখ-দীপিকার ‘পাঠান’ (Pathaan) কার্যত পাকিস্তানেরও রোষের শিকার হল।

এমনিতেই ‘পাঠান’ ছবির বেশরম গানকে কেন্দ্র করে চূড়ান্ত সমালোচনা চলছে দেশ জুড়ে। হিন্দু সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিরা এই গানের জন্য পাঠান ছবি নিষিদ্ধ করতে তৎপর হয়ে উঠেছেন। সেই বিতর্কের আগুন নিভতে না নিভতেই এবার পাকিস্তানের জনপ্রিয় গায়ক সাজ্জাদ আলিও এই গানকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে তার ক্ষোভ উগড়ে দিলেন।

পাঠানের ’বেশরম’ গান নিয়ে বিতর্ক চলার মাঝেই সম্প্রতি সাজ্জাদ আলি সোশ্যাল মিডিয়াতে তার একটি পুরনো গানের ভিডিও শেয়ার করেছেন এবং দাবি করেছেন বলিউডের নতুন ছবির এই গানটি তার পুরনো একটি গানের হুবহু নকল। সাজ্জাদ তার ওই ভিডিওতে বলেন তিনি নাকি কয়েকদিন আগে ইউটিউবে নতুন বলিউড সিনেমার গান শুনছিলেন। সেই সময় একটি গান শুনে ২৫ বছর আগে তার তৈরি একটি গানের কথা মনে পড়ে যায়।

সাজ্জাদ আলি তার সেই গানটি ভিডিওতে গেয়েও শুনিয়েছেন। তারপর থেকেই কার্যত বিতর্ক বাড়তে শুরু করেছে। কারণ তিনি যে ‘বেশরম’ গানের দিকেই ইঙ্গিত করেছেন তা বেশ স্পষ্ট হয়ে গিয়েছে। এমনিতেই অশ্লীলতার দায়ে ‘বেশরম’ গানটিকে বয়কট করার দাবিতে সোচ্চার হয়ে উঠেছে ভারতের একটা বড় অংশ। এমনকি এই গানের জন্য ‘পাঠান’ ছবি বন্ধ করারও দাবি উঠছে সোশ্যাল মিডিয়াতে।

‘বেশরম’ গানের কিছু দৃশ্যে দীপিকাকে গেরুয়া বিকিনি পরিহিত অবস্থায় পাওয়া গিয়েছে। শাহরুখ-দীপিকার রোমান্টিক পোজ নিয়েও নানা মতান্তর দেখা দিয়েছে বিভিন্ন মহলে। দীপিকার নামে নানা নোংরা উক্তি করতে শুরু করেছেন নেট দুনিয়ার একটা বড় অংশ। এমনকি বেশ কিছু জায়গাতে শাহরুখের নামে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে। প্রকাশ্যে হুমকির মুখে পড়তে হচ্ছে কিং খানকে।

শুধু হিন্দু ধর্মাবলম্বীরা নন, শাহরুখের বিরুদ্ধে সরব হচ্ছেন মুসলিমদের একটা বড় অংশ। উলেমা বোর্ডের সর্বভারতীয় সভাপতি সংবাদ মাধ্যমে বলেছেন, “শাহরুখের ছবি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে। শুধু মধ্যপ্রদেশ নয়, গোটা দেশেই যাতে ছবি মুক্তি না পায় তার ব্যবস্থা করা উচিত।” এদিকে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার দায়ে শাহরুখ-দীপিকার বিরুদ্ধে বিহার আদালতে মামলা দায়ের হয়েছে।