এই ৫টি কারণেই জন্যই আর বলিউড ছবি দেখছে না কেউ, পরপর ফ্লপ ৩৯টা ছবি

২০২২ সালে বলিউডে (Bollywood) বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে। নামিদামি তারকাদের ছোট বড় বাজেটের অ্যাকশন, থ্রিলার, কমেডি থেকে রোমান্স, কোনও ছবিই কার্যত বক্স অফিসে ধোপে টিকতে পারেনি। গোটা বছর জুড়ে বলিউডে কেবল হাতে গোনা পাঁচটা ছবিই বক্স অফিসে মোটামুটি সফল বলা যেতে পারে। দৃশ্যম ২, দ্য কাশ্মীর ফাইলস, ভুলভুলাইয়া ২, কেজিএফ ২ (হিন্দি), কান্তারা (হিন্দি), ছাড়া বক্স অফিসে বাকি ছবিগুলো ডাহা ফেল করেছে (Bollywood Flop Movies 2022)।

এছাড়া ব্রহ্মাস্ত্র, গঙ্গুবাই কাঠিয়াওয়াড়িও হিট করেছিল। কিন্তু লাল সিং চাড্ডা, সার্কাস থেকে শুরু করে বচ্চন পান্ডে, রাধে শ্যাম, সম্রাট পৃথ্বীরাজ, রক্ষা বন্ধন, জার্সি, রানওয়ে ৩৪, হিরোপান্তি ২, বিক্রম বেদা, সব ছবি বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ হয়েছে। কেন বলিউডকে এবার এমন দুর্দিনের মুখ দেখতে হল? বলিউডের বিপরীতে দক্ষিণের একের পর এক ছবি স্প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার হিট হচ্ছে।

SHAH RUKH SALMAN AAMIR

শুধু মহামারী বলে নয়, বলিউডের বাজার এখন সত্যিই অনেক মন্দা চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বলিউডে কোনও ছবি মুক্তি পাওয়ার আগেই বয়কটের ডাক পড়ছে। দর্শকদের মনের মধ্যে বেশ কিছু তারকার প্রতি ক্ষোভ জমা হয়েছে মনে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন বিশেষজ্ঞরা। বলিউডের হঠাৎ কেন এমন করুণ দশা হল এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলেন ট্র্রেড এনালিস্ট করণ তৌরনি।

করণের মতে, ‘‘২০২২ সালে মুক্তি পাওয়া মাত্র ১২-১৪ শতাংশ ছবিই বক্স অফিসে হিট করেছিল। আর বাকি সব ছবিই হতাশ করেছে। মহামারীর আগে যেখানে হিন্দি ছবির মোট বক্স অফিস কালেকশন ছিল ৪০০০ কোটি টাকা সেটাই ২০২২ সালে মহামারীর পর কমে হয়েছে ৩০০০-৩২০০ কোটি টাকা মতো। যদিও অনেকটাই রিকভার করেছে বলিউড।”

তিনি আরও বলেছেন, “কিন্তু তবুও বলব হিন্দি ছবির যোগদান খুব কমে গিয়েছে। এই ৩২০০ কোটির মধ্যে ৮০০ কোটির মতো এসেছে আঞ্চলিক ভাষার ছবিগুলি থেকে। যেমন ‘আরআরআর’, ‘কেজিএফ ২’, ইত্যাদি। ফলে এগুলো বাদ দিলে হিন্দি ছবির নিজের অংশ হচ্ছে মোট আয়ের ৬০ শতাংশ।” সেই সঙ্গে করণ মনে করছেন বলিউডের কন্টেন্টও দর্শকদের পছন্দ হচ্ছে না। একই মত দিয়েছেন আরেক বিশেষজ্ঞ তরণ আদর্শ।

তরণ বলেছেন, “২০২২ সালটা সব থেকে খারাপ গেল। একটাও কনটেন্ট চলেনি। মহামারীর পর দর্শকদের পছন্দ একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মানুষ এখন বুঝে গিয়েছে তাঁরা কোনটা হলে বসে দেখতে চান আর কোনটা ঘরে বসে ওটিটিতে।” যদিও উল্টো মত দিয়েছেন পরিচালক মিলাপ জাভেরি। তিনি বলেছেন, “২০২০-২১ বছর দুটো সবথেকে খারাপ গিয়েছে। ওই দুই বছর কোনও ছবি মুক্তি পায়নি। পেলেও চলেনি। সেখানে এই বছর একাধিক ছবি বক্স অফিসে ভালো করেছে।”