সম্প্রতি হইচইতে মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ ডাইনি। এই ওয়েব সিরিজ দেখে তো দর্শকদের একাংশ প্রশংসায় পঞ্চমুখ। এমনকি টলিউডের তারকারাও মিমিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। কিন্তু মিমির এমন অভিনয় নাকি পছন্দ হয়নি রোজগেরে গিন্নি শোয়ের সঞ্চালিকা পরমা ব্যানার্জীর। উল্টে তিনি মিমির সমালোচনায় ভরিয়ে দিলেন। মিমির অভিনয় তার একেবারেই পছন্দ হয়নি। আর সেটা কি না তার লিপ ফিলারের জন্য।
কী লিখেছেন পরমা?
পরমার দাবি মিমি এমন লিপ ফিলার করিয়েছেন যে তিনি স্বাভাবিকভাবে ডায়লগ বলতে পারছেন না। ডাইনি সম্পর্কে রিভিউ দিতে গিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “হইচইঅ্যাপটা ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম বহুকাল আগে। ডাইনি ওয়েব সিরিজের ভুরি ভুরি হাইপ আর কিছু ইউটিউবারের প্রশংসা শুনে আমিও ৪৯৯টাকা খরচ করে বোকা হয়ে গেলাম। মেরেকেটে এপিসোড ৩ অবধি দেখতে পেরেছি, বহু কষ্টে। তারপর ব্যস, আর না।”
তিনি আরও লিখেছেন, ‘‘দু’-একজন ভালো অভিনেতা আছেন, কিন্তু তাঁদের অভিনয় দেখানোর স্কোপ খুবই কম। প্রধান অভিনেত্রী এত বেশি লিপ ফিলিং করিয়েছেন যে ডায়ালগ বলতে গিয়ে ঠোঁটটা খুলছেও না ভালো করে। ইনি এক সময় গানের ওপারে সিরিয়ালের পুপে ছিলেন, আমরা এর ‘আদা’-তে মুগ্ধ হতাম, ভাবতেই কেমন লাগে!’’ সেই সঙ্গে তিনি লিখেছেন এই ডাইনি সিরিজটা তার খুবই জঘন্য লেগেছে। অনেকটা সামাজিক যাত্রাপালা টাইপের মনে হয়েছে। তাই তিনি ডাইনি দেখার জন্য হইচইয়ের সাবস্ক্রিপশন না নিতে সাবধান করে দিয়েছেন। কারণ এতে নাকি শুধুই পয়সা নষ্ট হবে।
আরও পড়ুন : টলিউডের ৫ প্লাস্টিক সুন্দরী বদলে ফেলেছেন নিজেদের রূপ
আরও পড়ুন : নাক কেটে সোজা ঠোঁট কেটে মোটা! বলিউডের এই সুন্দরীদের আসল চেহারা কেউ দেখেনি
নেট নাগরিকরা কে কী বলছেন?
পরমার সঙ্গে অনেকেই একমত। কেউ কেউ উল্লেখ করছেন সৌমিতৃষা কুন্ডুর কালরাত্রি সিরিজটির কথা। সংবাদমাধ্যমে রিভিউ দেখে তিনিও নাকি সাবস্ক্রিপশন নিয়ে বোকা বনেছেন। যদিও অনেকে আবার পরমার বিরোধিতাও করেছেন। তারা লিখেছেন, ‘‘মোটেই এত খারাপ না, অন্তত অভিনয় নিয়ে কোনো কথা হবে না। টপিক অসাধারণ, জ্বলন্ত সত্য। আর হিন্দি মুভির অভিনেত্রীরা ফিলিং করালে আহ্লাদিত হব, আর বাঙালি হলে সমালোচনা… বেশ ভালো সিরিজ।”