পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha) গত কয়েকদিন ধরেই খবরে রয়েছেন। সিটি অফ লেকে পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডার রাজকীয় বিবাহ সম্পন্ন হয়েছে রবিবার সন্ধ্যায়। তাদের আড়ম্বরপূর্ণ বিয়ে ছিল দেখার মতো। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন উঠেছে রাঘব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে কি করে এত খরচা করে বিয়ে করলেন? চলুন আজকের জেনে নেব রাঘব-পরিণীতি মোট সম্পত্তির পরিমাণ।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গেছে, রাঘব চাড্ডা শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ পরিণীতির বর রাঘবের একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়ি রয়েছে৷ এছাড়া ৩৭ লক্ষ টাকার একটি নতুন গাড়ি কিনেছেন৷ ৯০ গ্রাম সোনার গয়না রয়েছে রাঘবের৷ যার বাজারমূল্য প্রায় ৪,৯৫,০০০ টাকা৷ রাঘবের মোট সম্পত্তির পরিমাণ ৩৭ লক্ষ টাকা৷
এদিকে পরিণীতার সম্পত্তি অনেকটাই বেশি। বলা বাহুল্য রাঘবের সম্পত্তির পরিমান পরিণীতার মাসিক রোজকারের থেকেও কম।উপার্জনের দিক থেকে রাঘবের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ‘ইশকজাদে’ অভিনেত্রী৷ ছবিতে অভিনয়ের পাশাপাশি একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখ পরিণীতি৷ সেখান থেকেও প্রচুর অর্থ উপার্জন হয় তার৷
মুম্বইয়ে সমুদ্রমুখী একটি অ্যাপার্টমেন্টও রয়েছে পরির। যেই বাড়িটির সম্ভাব্য বাজারমূল্য ২২ কোটি টাকা। অভিনেত্রীর ইনস্টাগ্রামের পাতায় উঁকি দিলেই সেই বাড়ির ঝলক মিলবে৷ মাঝেমধ্যেই সাধের বাড়ির আনাচকানাচের ছবি পোস্ট করে থাকেন পরিণীতি। গোটা ফ্ল্যাটটি সাজানো রয়েছে দামি আসবাবপত্রে৷
এছাড়াও নামী ব্র্যান্ডের গাড়ি শোভা পায় তার গ্যারাজে৷ বলা যায় দামী গাড়ির শখ রয়েছে নায়িকার। অডি এবং জাগুয়ার ব্র্যান্ডের একাধিক মডেলের গাড়ি রয়েছে তার সম্ভারে। বেশির ভাগ সময়েই জাগুয়ার এক্সজেএল মডেলের গাড়িতে যাতায়াত করতে দেখা যায় অভিনেত্রীকে। সেই খানে দাড়িয়ে রাঘব ব্যাবহার করে মারুতি সুইফট ডিজায়ার গাড়ি।
আরও পড়ুন : কত টাকা বেতন পায় মুকেশ আম্বানির ৩ ছেলেমেয়ে, জানলে চমকে যাবেন
আরও পড়ুন : বিয়েতে বোনকে ‘সবথেকে দামী’ উপহার পাঠালেন প্রিয়াঙ্কা! জানলে ঘুরে যাবে মাথা
অভিনেত্রীর জাগুয়ার এক্সজেএল মডেলের গাড়িটির মূল্যই ১ কোটি টাকা। এছাড়াও অডি ব্র্যান্ডের এ৬ মডেলের গাড়ি আছে পরিণীতির কাছে। এই গাড়িটির মূল্য ৬১ লক্ষ টাকা থেকে ৬৭ লক্ষ টাকার মধ্যে। এই অভিনেত্রীর বার্ষিক আয় হলো ৫ কোটি টাকা৷ অর্থাৎ মাসে ৪০ লক্ষ টাকা৷ এছাড়াও ৬৬ কোটি টাকার সম্পত্তির মালকিন তিনি৷