২৪ সেপ্টেম্বরেই সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড (Bollywood) অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeta Chopra) এবং সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadda)। উদয়পুরের লীলা প্যালেসে বসেছিল তাদের বিবাহ বাসর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বিয়ের ছবি। তবে জানেন কী বিয়েতে কী কী উপহার পেয়েছেন পরিণীতা। চলুন জেনে নিই কে কী উপহার দিয়েছেন অভিনেত্রীকে।
উদয়পুরের লীলা প্যালেসে আজই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। এই বিয়েতে ছিলো কড়া নিরাপত্তা ব্যবস্থাও। আর হবে নাই বা কেন একাধিক তাবড় তাবড় অতিথিরা এদিনের এই বিয়েতে উপস্থিত ছিলেন। দিল্লি, পঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সহ বলিউডের অনেকেই হাজির ছিলেন এই বিয়েতে।
রাঘব পরিণীতির বিয়েতে সামিল হতে শনিবার থেকেই তারা উদয়পুরে পৌঁছে গিয়েছিলেন। তবে এদিনের এই বিয়েতে পরিণীতির জ্যাঠতুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া আসেননি। তিনি বিশেষ কাজ থাকার জন্য বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। যদিও প্রিয়াঙ্কার এই বিয়েতে উপস্থিত না থাকাটা ভালো ভাবে নেননি নেটিজেনরা।
তবে প্রিয়াঙ্কা উপস্থিত না থাকলেও এই বিয়েতে তার মা উপস্থিত ছিলেন। তিনি পরিণীতার সম্পর্কে জেঠিমা হন। এছাড়াও পরিণীতার পিসি থেকে শুরু করে কাকা কাকিমা সবাই এই বিয়েতে উপস্থিত ছিলেন। এছাড়াও আরও অনেক বিশেষ বিশেষ ব্যাক্তিরা এই বিয়েতে উপস্থিত ছিলেন। আর আজকে জেনে নেব তারা কী বিশেষ উপহার দিয়েছেন পরিণীতাকে।
জানা গেছে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া সেই ভাবে কোনো বিশেষ উপহার দেননি পরিণীতাকে। তিনি এই বিষয়ে বলেন, ‘কোনও উপহারের লেনদেনের রেওয়াজ নেই আমাদের পরিবারে। তার বদলে প্রাণভরে আশীর্বাদ করেছি নবদম্পতিকে।’ এছাড়াও পরিণীতার এক কাকা কাকিমা তাকে এক বিশেষ গহনা দিয়েছেন। আর ওই গহনা পরে বিয়ে করেছেন অভিনেত্রী। জানা গেছে ওই কাকার নিজেদের গহনার ব্যাবসা। তাই বিশেষ ভাবে পরিণীতার জন্যই ওই গহনা তৈরি হয়েছিল। আর পরিণীতার পিসি ও পিসেমশাই তাকে গহনা দিয়েছেন বলেই জানা গেছে।
আরও পড়ুন : এক রাতের খরচ ১০০ কোটি! দেখুন বলিউডের সবথেকে দামি ৮ বিয়ে
আরও পড়ুন : মেকআপ ছাড়া বলিউড অভিনেত্রীদের দেখতে কেমন লাগে, দেখুন ছবি গ্যালারি
তবে এদিন শুধু পরিণিতা চোপড়া ও রাঘব চাড্ডা উপহার পাননি। তার বদলে তারাও তাদের নিমন্ত্রিত অতিথিদের রিটার্ন গিফট দিয়েছেন। এক বিশেষ সূত্রের মাধ্যমে জানা গেছে, নিমন্ত্রিত অতিথিদের পরিণীতার নিজের তৈরি একটি বিশেষ কাস্টম মেড ক্যাসেট দিয়ে স্বাগত জানানো হয়েছিল। সেই কাস্টমের ক্যাসেটের বিশেষত্ব ছিল সেখানে বড় কোণে নিমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্য করে বার্তা দিয়েছিলেন ।