১০ লাখের ৮০ টা ঘর, ১৭০ লাক্সারি গাড়ি! পরিণীতির বিয়ের এক রাতের খরচ শুনলে আঁতকে উঠবেন

মাঝে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ২৪ শে সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে রাঘব চাড্ডা (Raghav Chadha) এবং পরিনীতি চোপড়া (Parineeti Chopra) -র মহা বিবাহের আসর বসছে। তবে বিয়ের বেশ কয়েকদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে প্রাক বিবাহের নানা অনুষ্ঠান। ১৭ তারিখ দিল্লিতে ছিল একটি অনুষ্ঠান। ২১ তারিখে সুফি নাইট সেরে ২২ তারিখেই উদয়পুরে এসে পৌঁছায় বর ও কনে পক্ষ। এক সপ্তাহ ধরে চলবে বিয়ের অনুষ্ঠান।

বিয়ে উপলক্ষে রাজস্থানের দু-দুটি রাজকীয় হোটেল ভাড়া করে নিয়েছেন রাঘব ও পরিণীতি। শনিবার দুপুরে ওয়েলকাম লাঞ্চের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। আজই তাদের চূড়া সেরেমনি অনুষ্ঠিত হবে। ২৪ শে সেপ্টেম্বর সকালে সেহরাবন্দী অনুষ্ঠান রয়েছে। পরিনীতির চূড়া অনুষ্ঠান যেখানে হবে সেই স্যুইটের এক রাতের ভাড়াই ১০ লক্ষ টাকা!

PARINEETI AND RAGHAV

যতদূর জানা যাচ্ছে অতিথিদের জন্য লীলা প্যালেসে ৮ টি সুইট এবং ৮০টা ঘর বুক করা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তার দিকেও জোরদার ব্যবস্থা গ্রহণ হয়েছে। শুধু ঘর নয়, অতিথিদের যাতায়াতের সুবন্দোবস্ত করতে ৫০টি লাক্সারি গাড়ি এবং ১২০ টি লাক্সারি ট্যাক্সি বুক করা হয়েছে। এছাড়াও খাওয়া-দাওয়ার জন্য রয়েছে এলাহী আয়োজন।

রাঘব-পরিনীতির বিয়েতে প্রধানত ইটালিয়ান খাবার দাবারের ব্যবস্থা রাখা হয়েছে। ২৪ শে সেপ্টেম্বর লেক পিচলা হ্রদের ধারে তাদের বিয়ের অনুষ্ঠানের আসর বসানো হবে। আমন্ত্রিত অতিথিদের তালিকাতে রয়েছে চমক। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্তো সিংহ মানেকে আমন্ত্রণ পাঠানো হয়েছে।

Parineeti Chopra And Raghav Chadda`s Marriage Photoes

বোনের বিয়েতে প্রিয়াঙ্কা চোপড়া তার মেয়ে মালতিকে নিয়ে হাজির হবেন বলে শোনা যাচ্ছিল। এও শোনা যাচ্ছিল নিক নাকি শ্যালিকার বিয়েতে আসতে পারবেন না তার কাজের জন্য। কিন্তু এখন শোনা যাচ্ছে প্রিয়াঙ্কাও নাকি আসতে পারবেন না। রাঘব-পরিনীতির বিয়েতে আমন্ত্রিত অতিথি সংখ্যা ২০০ জন। এরমধ্যে ৫০ জন ভিভিআইপি রয়েছেন।

আরও পড়ুন : ৪৯টি ঘর, ১৩টা টেনিস কোর্ট! মুকেশ আম্বানির নতুন কেনা প্রাসাদের দাম শুনলে ‘হাঁ’ হয়ে যাবেন

Raghav Chadha And Parineeti Chopra

আরও পড়ুন : রুপে লক্ষ্মী গুণে সরস্বতী, মুকেশ আম্বানির শালী আসলে কে? রইল তার আসল পরিচয়

অবশ্য শিখ রীতি মেনে বুধবারই রাঘব এবং পরিনীতির বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। শিখ বিবাহ মতে গুরুর কাছে প্রার্থনা করে নতুন জীবনের শুরু করেন নবদম্পতি। এই অনুষ্ঠানকে বলা হয় ‘আরদাস’। উদয়পুরে রেজিস্ট্রি বিয়ের অনুষ্ঠান ও রিসেপশন সম্পন্ন হলে আবার দিল্লিতে উড়ে যাবেন দুজনে।