রূপে অপ্সরাদের হার মানাবে! পঙ্কজ ত্রিপাঠির মেয়ে কত সুন্দরী দেখুন

বর্তমানে বলিউডের অন্যতম সেরা অভিনেতা তিনি। এখন আর বলিউড বলতে শুধুমাত্র কেউ অমিতাভ, শাহরুখ, সালমান কিংবা আমিরকে বোঝেন না। পঙ্কজ ত্রিপাঠিও তার বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা গড়েছেন। এবার পালা পঙ্কজের মেয়ের। বাবার মতোই অভিনয় দুনিয়াতে প্রবেশ করতে চলেছে পঙ্কজ ত্রিপাঠি এবং তার স্ত্রী মৃদুলা ত্রিপাঠির মেয়ে আশি ত্রিপাঠি। তার রূপ দেখলে বলিউড নায়িকারাও লজ্জা পাবেন।

পঙ্কজ ত্রিপাঠির মেয়ে আসলে কে?

পঙ্কজ ত্রিপাঠি এবং তার স্ত্রী মৃদুলা ত্রিপাঠির একমাত্র মেয়ে আশি। বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি কলেজে পড়াশোনা করছেন। আশিও তার বাবার মতোই অভিনেত্রী হতে চান। ইতিমধ্যেই তিনি সেই সুযোগ পেয়ে গিয়েছেন। বলিউডে আশি তার প্রথম সুযোগ পেলেন মিউজিক ভিডিওর মাধ্যমে। দোল উপলক্ষে মুক্তি পেল তার প্রথম মিউজিক ভিডিও ’রং ডারো’। এই ভিডিওর জন্য গান গেয়েছেন মৈনাক ভট্টাচার্য এবং সঞ্জনা রামনারায়ণ।

 Aashi Tripathi

আশির জন্য তার মা মৃদুলার কাছে এই মিউজিক ভিডিওর প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সংগীত পরিচালক অভিনব আর কৌশিক। তারপর মৃদুলা সেটা পঙ্কজকে জানান। এই প্রস্তাব শুনেই পঙ্কজ তাতে হ্যাঁ বলে দেন। তিনিও মেয়েকে বলিউডের একজন সফল অভিনেত্রী হিসেবে দেখতে চান। তার কথায়, “আশিকে পর্দায় দেখা আমাদের দুজনের জন্যই আবেগঘন ও গর্বের মুহূর্ত ছিল। ও সবসময়ই পারফর্মিং আর্টসের প্রতি উৎসাহী ছিল। ওকে ওর প্রথম কাজে এভাবে সহজাত অভিব্যক্তি প্রকাশ করতে দেখা সত্যিই বিশেষ ছিল। যদিও এটা ওর প্রথম কাজ, তবে ওকে ওর যাত্রা কতদূর নিয়ে যায় তা দেখার অপেক্ষায় রয়েছি।’’

আরও পড়ুন : OTT করে দিয়েছে বড়লোক, ওয়েব দুনিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে জানেন?

 Aashi Tripathi

আরও পড়ুন : বিলাসিতা নয়, দেখনদারি নয়! পঙ্কজ ত্রিপাঠীর জীবনযাত্রা দেখলে আপনিও বদলে যাবেন

পঙ্কজ ত্রিপাঠির স্ত্রী মৃদুলা বলেছেন, ‘‘যখন সুযোগ এসেছিল তখন আমি এটা নিশ্চিত করতে চেয়েছিলাম যে আশি এমন কিছু করবে যা ওর শৈল্পিক সংবেদনশীলতার সঙ্গে সামঞ্জস্য থাকে। রং ডারো একটি সুন্দর, প্রাণবন্ত প্রকল্প। ওকে পর্দায় আবেগকে জীবন্ত করে তুলতে দেখা হৃদয়গ্রাহী ছিল। আমরা ওকে বেড়ে উঠতে এবং এই শিল্পে ওর নিজস্ব পথ খুঁজে পেতে দেখে উচ্ছ্বসিত।’’ বর্তমানে সব সোশ্যাল মিডিয়া এবং অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন এই মিউজিক ভিডিও।