চুপিসারে সাত পাকে বাঁধা পড়ল পঞ্চমী! রইল ‘অপু’ সুস্মিতার বিয়ের ফটো এ্যালবাম

জি বাংলা জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey) বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পঞ্চমী (Panchami) সিরিয়ালের নায়িকা। অপরাজিতা অপু সিরিয়ালের তুমুল জনপ্রিয়তা পর চ্যানেল বদলে স্টার জলসাতে এন্ট্রি নেন সুস্মিতা। যদিও স্টার জলসাতে তার প্রথম সিরিয়াল বৌমা এক ঘর সুপার ফ্লপ হয়। মাত্র তিন মাসের মাথায় বন্ধ হয়ে যায় এই সিরিয়াল। তবে এখন পঞ্চমী সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

বাংলা সিরিয়ালে অভিনয়ের দৌলতে বেশ ভালই জনপ্রিয়তা রয়েছে সুস্মিতার। একের পর এক সিরিয়ালে অভিনয় করার সুবাদে বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে বেশ পরিচিত মুখ তিনি। এবার বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। খুব শীঘ্রই অভিনেত্রীর জীবনে বিয়ের সানাই বাজবে। তবে সুস্মিতা নয়, সাত পাকে বাঁধা পড়তে চলেছে পঞ্চমী।

সম্প্রতি ইনস্টাগ্রামে পঞ্চমীর সাজে একটি ছবি শেয়ার করেন সুস্মিতা। লাল পাড় সাদা শাড়ি, হাতে শাখা-পলা ও লোহা, আলতা রাঙানো পায়ে রয়েছে নুপুর, চুল বিনুনি করে বাঁধা চুল, সিঁথি ভর্তি সিঁদুর, লজ্জায় রাঙ্গা নতুন বউয়ের সাজে সুস্মিতার এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সাজে ‘ওই বেনি খুলে’ গানের সঙ্গে এই রিল ভিডিওটি বানিয়ে শেয়ার করেছেন সুস্মিতা।

ভিডিওটি শেয়ার করে লাল এবং সাদা রঙের হার্টের ইমোজিও জুড়ে দিয়েছেন সুস্মিতা। আসলে শীঘ্রই এই ধারাবাহিকে বিয়ের ট্র্যাক আসবে। কিঞ্জলের সঙ্গে পঞ্চমীর বিয়ে হয়ে যাবে। এই সোমবার থেকে ধারাবাহিকে শুরু হয়েছে মহা বিবাহ সপ্তাহ। ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে কিঞ্জলের সঙ্গে পঞ্চমীর বিয়ের প্রোমো।

পঞ্চমীর জন্ম রহস্যের সঙ্গে সাপেদের কোনও এক রহস্য লুকিয়ে রয়েছে। সে আসলে মানবী নয়, পঞ্চমী নিজেই ইচ্ছাধারী সাপ। তার মা নাগরানী তাকে জন্ম দিতে গিয়ে মারা যান। পঞ্চমীর উপর দায়িত্ব রয়েছে মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। পঞ্চমীর বয়স ২০ পেরোতেই তার মধ্যে একটু একটু করে সাপেদের লক্ষণ ফুটে উঠে। সে সাপেদের ভাষা বুঝতে পারে, সাঁতার না জানলেও জলের মধ্যে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে পারে।

গুরুদেব এবং কিঞ্জলকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চমীকে। তবে গুরুদেবকে সাপে ছোবল মারলে সেই বিষ নিজে গিলে নিয়ে তাকে প্রাণে বাঁচায় পঞ্চমী। এদিকে আবার জানাজানি হয়ে যায় পঞ্চমীই ইচ্ছাধারী নাগিন। তাই গোটা গ্রাম তার বিরুদ্ধে ক্ষেপে ওঠে। পঞ্চমী তার নিজের গ্রামে আর থাকতে পারবে না। কিঞ্জল তাকে বিয়ে করে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে নিয়ে শহরে চলে আসে। এরপর কী কী অলৌকিক ঘটনা ঘটবে জানতে হলে দেখতে থাকুন পঞ্চমী।