Oscar 2024 : অস্কার ট্রফি বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে?

Oscar Goody Bag : এই বছর ১০ই মার্চ লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল অস্কার ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেরা অভিনেতা-অভিনেত্রী, পরিচালক এবং অন্যান্য বিভাগে পুরস্কার পেলেন তারকারা। অস্কারের ট্রফি উঠলো বিজেতাদের হাতে। আর যারা মনোনয়ন পেলেও পুরস্কার পেলেন না তাদের জন্য থাকছে ১.৫ কোটি টাকার একটি উপহারের বাক্স। কী কী আছে তাতে?

অস্কার বিতরণী অনুষ্ঠানের নিয়ম অনুসারে এক একটি পুরস্কারের জন্য একাধিক মনোনীত তারকা থাকেন। যাদের মধ্যে থেকে একজন বিজেতা হিসেবে পান অস্কারের ট্রফি। বাকি যারা পুরস্কার পেলেন না, তাদের জন্য থাকে বিশেষ গিফট প্যাক। এর মধ্যে ৬০টি উপহার থাকে। যার মধ্যে দামি দামি উপহারের সঙ্গে বিলাসবহুল ট্রিপের প্যাকেজ থাকে।

Oscar Goody Bag

অস্কার বাক্সে কী কী থাকে?

অস্কারের এই কোটি টাকার গিফটের বাক্সে এক এক বছর এক এক রকমের উপহার থাকে। দামী প্রসাধন, বিদেশ ভ্রমণের কুপন, দামী চকলেট, বিলাসবহুল রেস্তোরাঁর কুপন থাকে। গত বছর যেমন ছিল বিদেশে ঘুরতে যাওয়ার কুপন, ৮ জনের জন্য বিদেশের এক বিলাসবহুল রিসোর্টে থাকার সুযোগ, ঘর সাজানোর জন্য সহায়ক মোটা অঙ্কের ভাউচার, অস্ট্রেলিয়াতে বাড়ি কেনার জমির দলিল।

এছাড়াও ছিল স্পা করানোর কুপন, বিদেশি সংস্থার প্রসাধন, ট্রাভেল পিলো, সিল্ক পিলো কেস, নানা স্বাদের চকলেট, ড্রাই ফ্রুট এবং অন্যান্য উপহার। সব মিলিয়ে গত বছর ১২ কোটি টাকার উপহার ছিল ব্যাগে। এই বছরও এরকম মোট ৬০টি পুরস্কার রয়েছে অস্কারের উপহারের বাক্সে। ১ লক্ষ ৭০ হাজার ডলারের উপহারের বাক্সে সব থেকে দামি উপহার হল ৫০০০০ ডলারে সুইস আল্প্সে বিলাস বহুল ভ্রমণের প্যাকেজ।

Oscar 2024

অস্কার ট্রফির দাম কত?

প্রধানত যারা অস্কার পুরস্কার পেলেন না তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এই বহুমূল্য গিফটের প্যাকেজ দেওয়া হয়। আর যারা পুরস্কার জিতবেন তারা পাবেন ৮২ হাজার টাকার ওই ট্রফিটি। এই ট্রফি সোনার তৈরি বলে ভুল করেন অনেকেই। ট্রফি আসলে ব্রোঞ্জের তৈরি। যার উপরে ২৪ ক্যারেট সোনার প্রলেপ দেওয়া থাকে। এই পুরস্কার বিক্রি করা যায় না।

আরও পড়ুন : শুধু সোনার ট্রফিই নয়, অস্কার বিজয়ীরা জীবনভর পাবেন এই সমস্ত সুযোগ

Oscar 2024

অস্কার ট্রফি বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে?

অস্কার অ্যাওয়ার্ড বিক্রি করা যাবে না, এই মর্মে বিজয়ীকে চুক্তিপত্র সই করে দিতে হয়। পরে যদি ওই ব্যক্তি কোথাও এই ট্রফি বিক্রি করার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি তার হাজতবাস পর্যন্ত হতে পারে। যদি নিতান্তই কেউ অস্কার নিজের কাছে না রেখে ফেরত দিতে চান তাহলে তাকে অস্কার একাডেমির কাছেই তা ফেরত দিতে হবে। আর বিক্রি করতে চাইলে তিনি ১ ডলার অর্থাৎ ৮২ টাকা পাবেন।