শরীরের এই বিশেষ অঙ্গ কেটে বাদ দিলে তবে এই গ্রামে থাকার অনুমতি মেলে, কেন জানেন?

সারা পৃথিবীতে প্রায় দুশোর বেশি দেশ রয়েছে। প্রতিটা দেশের নিয়ম কানুন সব আলাদা। আশ্চর্য এই দেশে রয়েছে আশ্চর্য সব নিয়মকানুন। আর সেখানে থাকতে গেলে মানতেই হবে সেই নিয়ম। এমনি একটি দেশের খোঁজ পাওয়া গিয়েছে। যেখানে থাকতে হলে এক আজব নিয়ম মেনে চলতে হবে নাগরিকদের।

জানা গিয়েছে, আন্টার্কটিকায় (Antarctica) একটি গ্ৰাম রয়েছে। এই গ্ৰামে থাকতে হলে মেনে চলতে হবে একটি বিশেষ নিয়ম‌। এই নিয়ম অনুযায়ী শরীর থেকে অ্যাপেন্ডিক্স (Appendix) কেটে বাদ দিতে হবে। তবে এই কাজ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার আগেই ঐ ব্যক্তির বিপদ আসবে।

Villa Las Estrellas

এই গ্ৰামটির নাম ‘ভিলাস লাস এস্ট্রেলাস’। আসলে এই গ্ৰামের প্রায় ১০০০ কিলোমিটারের মধ্যে কোনও হাসপাতাল নেই। কারণ চারিদিকে শুধু বরফে ঢাকা পাহাড় আর বিপদজনক রাস্তা। গ্ৰামের কয়েকজন ডাক্তার থাকলেও তারা কেউ সার্জন না। তাই অস্ত্রপচার করার কোনও উপায় নেই।

অনেক সময় অ্যাপেন্ডিক্সের সমস্যা থেকে মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। যার ফলে শরীরের এই অংশটিকে বাদ দিয়ে দেওয়াই উচিত। সাধারণত অ্যাপেন্ডিক্সের সংক্রমণের ফলেই মানুষের মৃত্যু হয়। যদিও সঠিক সময় এটা কেটে বাদ দিলে বা সঠিক চিকিৎসা করালে মৃত্যুর আশঙ্কা থাকে না।

Villa Las Estrellas

যেহেতু এই গ্ৰামে চিকিৎসা ব্যবস্থার খামতি রয়েছে তাই আগে থেকেই নাগরিকদের বলে দেওয়া হয় যেন অ্যাপেন্ডিক্সের অপারেশন করানো হয়। এছাড়াও গ্ৰামে যোগাযোগ ব্যবস্থাও ঠিক নেই যার ফলে নানা সমস্যা পোহাতে হয় নাগরিকদের। সেই জন্য এই সকল কঠোর নিয়ম মানতে বলা হয় সকলকে।

APPENDIX

অ্যাপেন্ডিক্সের সমস্যা সংক্রমণের ফলেই হয়। অনেক সময় খাবার আটকে গিয়ে অ্যাপেন্ডিক্সে সংক্রমণ সৃষ্টি করে যার ফলে এই সমস্যা দেখা দেয়। তবে এভাবে দীর্ঘদিন ধরে চললে সংক্রমণ আরও বেড়ে যায় ও মৃত্যুর সম্ভবনা যায়। এই জন্য অ্যাপেন্ডিক্সের সমস্যা থাকলে অপারেশন করে নেওয়াটা বাধ্যতামূলক।