‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে’র নায়ক আসলে কে? রইল স্টার জলসার নতুন নায়কের পরিচয়

স্টার জলসায় (Star Jalsha) পর্দায় সবেমাত্র শুরু হয়েছে নতুন একটি সিরিয়াল যার নাম ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sriman Prithviraj)। আর পাঁচটা কুটকাচালীমূলক সিরিয়াল (Bengali Mega Serial) নয়, দর্শকদের মধ্যে যারা এতদিন ধরে নিখুঁত বিনোদনের অপেক্ষায় ছিলেন তাদের আশা পূরণ করল এই নতুন সিরিয়াল। এখানে শাশুড়ি-বৌমার ঝগড়াঝাটি নেই, নেই পরকীয়া। আছে দুই কিশোর-কিশোরীর দস্যিপনায় মোড়া ভালবাসার গল্প।

ব্রিটিশ শাসনকালের আমলে যখন জমিদারি প্রথা ছিল এই বাংলায়, তখনকার দিনে রায়বাহাদুর উপাধি পাওয়ার জন্য বহু জমিদার ইংরেজদের তাবেদারি করতেন। তেমনই একজন মানুষ হলেন কমলার বাবা। আর এর ঠিক বিপরীতপন্থী হলেন নায়ক মানিকের বাবা। এখন এই দুই পরিবার নিয়ে কী কী মজার ঘটনা ঘটবে সেটা সময় বলবে। আজ বরং আলাপ করুন স্টার জলসার নতুন নায়ক মানিকের সঙ্গে।

KOMOLA O SRIMAN PRITHVIRAJ

মানিক চরিত্রটিতে যিনি অভিনয় করছেন তিনি টেলিভিশনের পর্দায় একেবারেই নতুন মুখ। অথচ এই কিশোর অভিনেতার অভিনয় দেখে তা বোঝার উপায় নেই। দুষ্টু, পড়াশোনা লাটূ তুলে দিয়ে সারাক্ষণ নিজেকে পৃথ্বীরাজ ভেবে দলবল নিয়ে পাড়া থেকে স্কুলবাড়ি মাথায় তোলে সে। তবে বাড়ির মা, ঠাকুমা, বড়মা, পিসিদের বড়ই প্রিয় এই মানিক।

এই চরিত্রটিতে যিনি অভিনয় করছেন তার নাম সুকৃত বসু। বাংলা টেলিভিশনে এর আগে কখনও দেখা যায়নি তাকে। তবে তিনি কিন্তু বাংলা সিরিয়ালে পা রাখার আগেই অভিনয় জগতে অভিষেক ঘটিয়ে ফেলেছিলেন। সুকৃতকে হইচইয়ের ওয়েব সিরিজে আগেই দেখেছেন দর্শকরা।

KOMOLA O SRIMAN PRITHVIRAJ 1

হইচইয়ের ‘শ্রীকান্ত’ ওয়েব সিরিজের মুখ্য ভূমিকাতে অভিনয় করেছিলেন তিনি। তবে স্টার জলসার এই সিরিয়ালটি টেলিভিশনে তার প্রথম ব্রেক। অয়ন্যা চ্যাটার্জীর বিপরীতে সুকৃত বসুর অভিনয় দর্শকদের মনে দাগ কাটতে শুরু করেছে প্রথম দিন থেকেই। দুষ্টু মানিকের ভূমিকায় শুরু থেকেই অসাধারণ অভিনয় করছেন তিনি।

SUKRITO BOSE

‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এর এই দুই খুদে তারকাকে নিয়ে এখন বেশ আশাবাদী দর্শকরা। তারা অনুমান করছেন এই সিরিয়ালের গল্পটিও বেশ আলাদা হবে। সবে মাত্র দুটি এপিসোডের সম্প্রচার হয়েছে, আর তাতেই সোশ্যাল মিডিয়াতে নতুন এই সিরিয়ালের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন দর্শকরা।