টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন ঐন্দ্রিলা সেন। সদা হাস্যময়ী এই অভিনেত্রীর জীবনেও রয়েছে অনেক না পাওয়া। আগামী ১৫ই ডিসেম্বর ঐন্দ্রিলার প্রয়াত বাবার জন্মদিন। বাবার জন্মদিনের প্রাক্কালে ছোটবেলার একটি ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা আরো একবার প্রমাণ করে দেয়, সব কষ্ট ভোলা যায় না। জানেন কিভাবে মারা যান ঐন্দ্রিলার বাবা?
ঐন্দ্রিলার কথা উঠলেই বলতেই হয় তাঁর প্রেমিক তথা হবু স্বামী অঙ্কুশ হাজরার কথা। দীর্ঘ ১০ বছর একসঙ্গে রয়েছেন এই তারকা জুটি। সময়ের সঙ্গে সঙ্গে এই বাঁধন যেন আরো দৃঢ় হয়ে উঠছে। ঐন্দ্রিলাকে নিজের সবটুকু বারবার উজাড় করে দিয়েছেন অঙ্কুশ। এখনো বিয়ের পিঁড়িতে না বসলেও তারা যে একে অপরকে ছেড়ে যাবেন না, তা এতদিনে বেশ স্পষ্ট হয়ে গেছে।
গতবছর ঐন্দ্রিলার বাবার জন্মদিন উপলক্ষে অঙ্কুশ অভিনেত্রীর সঙ্গে তার বাবার একটি কোলাজ করার ছবি শেয়ার করে লিখেছিলেন, “তোমার মেয়েকে আমি রানী করে রাখবো। আমি জানি আজ তুমি থাকলে হয়তো আমরা সেরা বন্ধু হতাম। আমার অনেক অনেক অনেক ভালোবাসা নিও।” অঙ্কুশের এই পোস্টে ভালোবাসা এবং শ্রদ্ধায় ভরিয়ে দিয়েছিলেন। ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল ঐন্দ্রিলার বাবার?
ঐন্দ্রিলার যখন খুবই কম বয়স তখন হঠাৎ একদিন পথ দুর্ঘটনায় মারা যান ঐন্দ্রিলার বাবা শান্তনু সেন। সাইকেলে করে বাজার করতে বেরিয়েছিলেন তিনি। শীলপাড়া ফায়ার ব্রিগেডের কাছে হঠাৎ একটি বেসরকারি বাস তাঁকে পিষে দিয়ে চলে যায়। সেই সময়ে শহরে ছিলেন না অঙ্কুশ। কঠিন সময়ে প্রেমিকার পাশে থাকতে না পারার আক্ষেপ সারা জীবন থেকে যাবে অঙ্কুশের।
আরও পড়ুন : ঠকিয়েছে আপনজনেরা, সব সম্পত্তি হারিয়ে আজ নিঃস্ব! কোথায় হারিয়ে গেলেন লোকেশ ঘোষ?
এই বছর ফের বাবার স্মৃতির উদ্দেশ্যে ঐন্দ্রিলা একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে বাবা এবং মায়ের সঙ্গে বসে রয়েছেন ছোট্ট অভিনেত্রী। মাথায় রয়েছে তালপাতার টুপি যেখানে লাগানো রয়েছে লাল পালক। ছবিটি ক্যাপশনে তিনি লিখেছেন,” আমার মনের মধ্যে সারা জীবন।” সত্যিই তো বাবা-মা আমাদের সঙ্গে থাকুক কি না থাকুক তারা আমাদের মনে সারা জীবন থেকে যান।
আরও পড়ুন : প্রসেনজিৎ চ্যাটার্জির বডিগার্ডের বেতন কত? জানলে নেতা-মন্ত্রীরাও লজ্জা পাবে
আরও পড়ুন : ‘ঠাস করে চড় মারতে ইচ্ছে হয়’! পরম-পিয়ার বিয়ে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা মুখার্জী
প্রসঙ্গত, ২০০৪ সালে জিৎ এবং কোয়েলের সঙ্গে ‘বন্ধন’ নামক একটি সিনেমায় অভিনয় করে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন অঙ্কুশ। ২০০৬ সালে মিঠুন অভিনীত ‘অভিমন্যু’ সিনেমায় করেছিলেন শিশু শিল্পী হিসাবে অভিনয়। জনপ্রিয়তা পেয়েছিলেন ‘ফাগুন বউ’ ধারাবাহিকের মাধ্যমে। বর্তমানে ঐন্দ্রিলা ব্যস্ত ‘মির্জা’ নামক একটি সিনেমার শুটিং নিয়ে।
আরও পড়ুন : “পরকীয়া সুস্থতার লক্ষণ!”, অপরাজিতা আঢ্যের কথা শুনে ছিঃ ছিঃ করছেন নেটিজেনরা