এবার আরও এক বাঙালি শিল্পী বলিউডে প্রবেশ করতে চলেছেন। শাশ্বত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জী, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীরা ইতিমধ্যেই বলিউডে গিয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। এবার পালা নুসরাত জাহানের। হ্যাঁ, ঠিকই শুনছেন। এবার বলিউডে পা রাখতে চলেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। জনপ্রিয় বলিউড অভিনেতার বিপরীতে অভিনয় করবেন তিনি। দিলেন সেই সুখবর।
বলিউডে পা রাখলেন নুসরাত জাহান
স্নেহা শেট্টি কোহলি পরিচালিত একটি মিউজিক ভিডিও মারফত হিন্দি ইন্ডাস্ট্রিতে নুসরতের অভিষেক হল। টিপস মিউজিকের আওতায় কুমার তুরানীর প্রযোজনায় মুক্তি পাবে এই মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওর নাম ‘হাত লেহরায় কাঙ্গন তেরা’। গানটি গেয়েছেন পাপন। কিছুদিন আগেই এই মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। শুটিং চলেছিল উত্তর কলকাতার লাহা বাড়িতে।
কোন বলিউড অভিনেতার বিপরীতে রইলেন নুসরাত জাহান?
এই মিউজিক ভিডিওতে নুসরাতের হিরো হয়েছেন প্রিয়াঙ্ক শর্মা। বসন্ত কালে দুর্গাপুজোর থিমে বানানো হয়েছে এই ভিডিও। তাতে আমের পল্লব থেকে সাবেকি সাজে দুর্গাপুজোর থিম ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওতে নুসরাতকে বাঙালি মেয়ের সাজেই দেখা গিয়েছিল। আটপৌরে শাড়ি ও গা ভর্তি গয়নায় সেজেছিলেন তিনি।
আরও পড়ুন : পরকিয়ায় ভেঙেছে সংসার! টলিউডের এই সেলেব্রেটিরা একসময় ছিলেন স্বামী-স্ত্রী
আরও পড়ুন : নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল এখন কোথায়? দেখুন কী অবস্থা হয়েছে তার
এই মিউজিক ভিডিওটি এখনো মুক্তি পায়নি। সম্ভবত ২০২৫ সালের দূর্গাপুজোর আগে নুসরাত বড় চমক দেবেন এই ভিডিও রিলিজের সঙ্গে সঙ্গে। ইদানিং তো বলিউডের বাঙালি তারকাদের দাপট বাড়ছে। সেই তালিকায় নুসরাতের নামটাও এবার জুড়ে গেল। এমনিতে অবশ্য নুসরাতকে ধারাবাহিকভাবে পর্দার সামনে দেখা যাচ্ছে না এখন। ছেলে ঈশানকে সামলাতে অভিনয় থেকে বেশ কিছুদিনের ব্রেক নিয়ে নিয়েছিলেন তিনি। এবার নুসরাত আবার পুরনো ফর্মে ফিরবেন। আর ফেরার জন্য তিনি বলিউডের প্ল্যাটফর্মকেই বেছে নিলেন।