লিপ নিল গল্প, ছোট্ট কমলা-মানিককে সরিয়ে সিরিয়ালে আসছে জনপ্রিয় এই তারকা জুটি

গল্প এগিয়ে গেল বেশ কয়েক বছর, মানিক-কমলার বড়বেলার চরিত্রে এলেন জনপ্রিয় তারকা জুটি

Kamala O Sreeman Prithwiraj : বর্তমানে স্টার জলসা (Star Jalsha) -তে দর্শকদের অতি প্রিয় একটি সিরিয়াল (Bengali Mega Serial) হল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Kamala O Sreeman Prithwiraj)। আর পাঁচটা কুটকাচালিমূলক সিরিয়ালের থেকে এই সিরিয়ালের গল্প একেবারেই আলাদা। মানিক এবং কমলার জুটি দর্শকরা খুবই পছন্দ করেন। সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই সিরিয়াল দর্শকদের দেয় নির্ভেজাল এক আনন্দ। সেই কৃতিত্বের সবটাই অবশ্য কমলা এবং মানিকের প্রাপ্য।

সুকৃত সাহা (Sukrit Saha) এবং অয়ন্যা চ্যাটার্জী (Ayanna Chatterjee), বাংলা সিরিয়ালের সবথেকে খুদে এই জুটির মিষ্টি প্রেমের গল্প এবং সেই সঙ্গে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে বানানো হয়েছে সিরিয়ালের প্লট। ছোট্ট মানিক এবং কমলা কার্যত জনপ্রিয় সিরিয়ালের বড় বড় তারকাদের মাত দিয়ে দিচ্ছে। তবে এই সিরিয়ালের টিআরপি গত কয়েক সপ্তাহ ধরে কমছে। বিপরীতে জি বাংলা (Zee Bangla) -র ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) কুটকাচালি দেখিয়ে টিআরপি বাড়িয়ে নিচ্ছে।

Kamala O Sreeman Prithwiraj

এমতাবস্থায় সিরিয়ালের প্লটে এল বিরাট পরিবর্তন। লিপ নিতে চলেছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। ধারাবাহিক এগিয়ে গেল বেশ কয়েক বছর। কমলা এবং মানিকের বয়স বেড়ে গেল বেশ কয়েক বছর। লিপ নেওয়ার পর ছোট্ট কমলা এবং মানিককে এখন আর সেই ছোট্টটি দেখা যাবে না। তারা অনেক বড় হয়ে গিয়েছে। তাদের জায়গাতে অভিনয় করার জন্য কারা এলেন জানেন?

আসলে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকের সাম্প্রতিক এপিসোডে ঘটেছে এই ঘটনা। না, নতুন কোনও তারকার আগমন ঘটেনি সিরিয়ালে। বরং কমলা এবং মানিককেই সাজ পোশাক করিয়ে বড়দের মত করে উপস্থাপন করা হয়েছে। আসলে গল্পের প্লট অনুসারে সম্প্রতি মানিকের বাবার জন্মদিন গিয়েছে। আর তাতেই বাড়ির বড়দের মত করে সেজে একটি নাটকের উপস্থাপন করে ছোটরা।

kamala o sreeman prithwiraj

নতুন যে প্রোমো প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে কমলা তাদের বড়মায়ের মতো করে সেজেছে এবং তার মতো করে কথা বলছে। মানিক সেজেছে তার বাবার মত। কমলার সই মানিকের মায়ের মত অভিনয় করছে। মানিকের ভাই মানিকের মত অভিনয় করছে। এইভাবে বাড়ির ছোটরা মিলে বড়দের জন্য একটা নাটকের উপস্থাপন করে। হাসিমজায় জমে ওঠে গোটা একটা পর্ব।

আরও পড়ুন : রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! যীশু সেনগুপ্তের মেয়ে কত সুন্দরী হয়েছে দেখুন

kamala o sreeman prithwiraj

আরও পড়ুন : ঘনিয়ে আসছে বিপর্যয়! একটু পরেই এই ১০ জেলা কাঁপিয়ে শুরু হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সিরিয়ালের বিষয়বস্তু বাল্যবিবাহকে কেন্দ্র করে হলেও এই সিরিয়ালটি আর পাঁচটা সিরিয়ালের তুলনায় একেবারেই আলাদা। দর্শকরা তাই প্রথম থেকেই সিরিয়ালটিকে বেশ পছন্দ করে আসছেন। কিন্তু টিআরপিতে ক্রমশ পিছিয়ে পড়ছে এই সিরিয়াল। তাই টিআরপি বাড়ানোর জন্য ভবিষ্যতে গল্প লিপ নিয়ে এগিয়ে গতানুগতিক ধারায় প্রবেশ করবে কিনা সেটাই দেখার।