পাত্র পক্ষের দাবি মেটাতে অসুস্থ বাবা! পণপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আসছে নতুন সিরিয়াল

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। অপেক্ষা শুধু এখন পায়েল দে (Payel Dey) এবং ঋষি কৌশিক (Rishi Kaushik) জুটির নতুন ধারাবাহিক শুরু হওয়ার। লীনা গঙ্গোপাধ্যায়ের ভাবনা থেকে কালার্স বাংলায় (Colours Bangla) আসছে নতুন ধারাবাহিক ‘সোনা রোদের গান’ (Sona Roder Gaan)। সদ্য ধারাবাহিকের প্রথম প্রোমো শেয়ার করেছে চ্যানেল কর্তৃপক্ষ। যেখানে ধারাবাহিক শুরু হওয়ার আগে মিললো আসন্ন ধারাবাহিকের গল্পের পূর্বাভাস।

গল্পের যিনি নায়িকা তিনি এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে, আনন্দী। তিনি পরিবারের রাজকন্যা, বাবা-মায়ের চোখের মণি। তার বিয়ের তোড়জোড় শুরু হচ্ছে। পাত্রপক্ষ মেয়েকে দেখতে এসেই মেয়ের বাবার হাতে ধরিয়ে দেয় পণে লম্বা লিস্ট! এদিকে মেয়েকে তার স্বপ্নের রাজপুত্রের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বাবাও পাত্রপক্ষের দাবি মেনে নেন। তবে ছেলের জন্য দামি গাড়ির টাকা জোগাড় করতে গিয়ে মানসিক চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েন বাবা।

এরপরই আনন্দীর রুখে দাঁড়ানোর পালা। পণের এই দাবির বিরুদ্ধে সে তার বাগদত্তকেও তার মতামত জানায় তবে সেখানে বিশেষ গুরুত্ব পায় না আনন্দী। তারপরই তার বাবা অসুস্থ হয়ে পড়েন। ধারাবাহিকের প্রোমো থেকে স্পষ্ট যে বাবার অসুস্থতাই বদলে দেবে আনন্দীর মত। পণপ্রথার বিরুদ্ধে লড়াই শুরু হতে চলেছে তার। এই লড়াইয়ে কি তার সঙ্গী হবেন ঋষি কৌশিক? উত্তরের জন্য আপাতত অপেক্ষা করতেই হচ্ছে।

প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পায়েল দে। তার মায়ের ভূমিকায় সোহিনী সেনগুপ্ত, বাবার ভূমিকায় ভাস্কর বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য সরকার, সৌম্য বন্দ্যোপাধ্যায় ও আরও অনেকে। পায়েলের বিপরীতে এই ধারাবাহিকে অভিনয় করবেন ঋষি কৌশিক। তার চরিত্রটি একজন চিকিৎসকের। তিনিই সম্ভবত আনন্দীর বাবার চিকিৎসা চালাবেন।

 

উল্লেখ্য, ধারাবাহিকের নায়িকা পায়েল দে সদ্য ‘দেশের মাটি’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এর আগে ‘বেহুলা’, ‘দুর্গা’, ‘বধূ কোন আলো লাগলো চোখে’ ধারাবাহিকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর থেকে পার্শ্বচরিত্রেই দেখা মিলছিল তার। ইন্ডাস্ট্রিতে ধারণা রয়েছে, মা হওয়ার পর নাকি অভিনেত্রীরা ভালো কাজ পান না। সেই ধারণার আমূল পরিবর্তন ঘটিয়েছেন পায়েল। নতুন ধারাবাহিকের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রিতে তার কদর আজও কিছু কম নেই।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)