আসছে আরও একটি নতুন সিরিয়াল। বহুদিন পর আবার বাংলা সিরিয়ালের পর্দায় ফিরছেন অভিনেত্রী পায়েল দে (Payel Dey)। তার নায়ক হিসেবে পর্দায় পা রাখছেন তথাগত মুখার্জী (Tathagata Mukherjee)। পায়েল এবং তথাগত এবার জুটি বেঁধেছেন নতুন বাংলা সিরিয়ালের জন্য। সিরিয়ালের নাম ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। কবে কোন চ্যানেলে আসছে এই নতুন সিরিয়াল?
পায়েলকে শেষবার ‘রামপ্রসাদ’ সিরিয়ালে মা তারার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। অন্যদিকে পরিচালক তথা অভিনেতা তথাগতও বহুদিন আগে সিরিয়ালের পর্দায় মুখ দেখিয়েছিলেন। এবার আর পরিচালকের ভূমিকায় কিংবা পার্শ্বচরিত্রে নয়, সরাসরি তাকে নায়কের ভূমিকায় দেখা যাবে। আর সিরিয়ালের গল্পটাও বেশ আলাদা।
এই গল্পে পায়েলের চরিত্রের নাম আলোলিকা এবং তথাগতর চরিত্রের নাম রুদ্র। আলোলিকা বড়লোক বাড়ির গৃহবধূ যার জীবনযাত্রা খুবই সাধারণ। কিন্তু সে জীবনে কিছু করে দেখানোর স্বপ্ন দেখে। তার সেই স্বপ্ন পূরণের গল্প তুলে ধরতেই আসছে ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। তার শ্বশুর মশাই নামী সংবাদপত্র সূর্যোদয় পত্রিকার মালিক উদয়ন সিংহ রায়। আর তার স্বামী রুদ্র ব্যাঙ্কে উঁচু পদে কর্মরত।
পড়াশোনাতে খুব বেশি ডিগ্রি নেই আলোলিকার কাছে। তবে তার রান্নার হাত দুর্দান্ত। অসাধারণ খাবার বানানোর ক্ষমতা আছে তার। আর এই ক্ষমতাকে কাজে লাগিয়েই সে একদিন বড় ব্যবসা দাঁড় করানোর স্বপ্ন দেখে। কিন্তু তার স্বামী এবং শ্বশুরবাড়ির কেউ তাকে সাপোর্ট করে না। সে একটা পিঠে পুলির স্টল দিলে তার শশুর মশাই নিজেই সব খাবার কিনে নিয়ে বাড়ির চাকরকে দিয়ে ডাস্টবিনে ফেলে দেন। এই অপমান আলোলিকা সহ্য করতে পারে না।
আরও পড়ুন : ১০ বছর এগোবে গল্প! ‘অনুরাগের ছোঁয়া’য় আর দেখা যাবে না দীপাকে?
আরও পড়ুন : সিরিয়াল করে প্রতি মাসে কত টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী মোহনা মাইতি
এই সিরিয়ালের ট্যাগ লাইনে রয়েছে, “শুরুর বয়স, আর স্বপ্নের সীমানা হয় না।” দর্শকরা এই প্রোমো দেখে ফ্যান হয়ে গিয়েছেন সিরিয়ালের। সিরিয়ালটি আসছে সান বাংলার পর্দায়। এবার সান বাংলাতে আরও একটি ভালো সিরিয়াল দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।