পরিচালক অরিন্দম শীলকে (Arindam Sil) কেন্দ্র করে বর্তমানে উত্তাল হয়ে রয়েছে টলিউড (Tollywood)। এক অভিনেত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও বহু অভিনেত্রী অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। কিন্তু এবার পরিস্থিতি গুরুতর। সরাসরি রাজ্য মহিলা কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে ব্যবস্থা। ডিরেক্টার্স গিল্ড থেকেও সাসপেন্ড করা হয়েছে তাকে।
ওই অভিনেত্রীর দাবি শুটিং চলাকালীন নাকি তার সঙ্গে খারাপ আচরণ করেছেন পরিচালক। ঠিক কী ঘটেছিল শুটিং সেটে? আজতক বাংলার কাছে সেই ঘটনার কথা জানিয়েছেন তিনি। তার কথায় সেদিন শুটিং চলাকালীন একটি ঘনিষ্ঠ দৃশ্য হওয়ার কথা ছিল। স্ক্রিপ্টে চুমু খাওয়ার কথা বলা ছিল। কিন্তু অভিনেত্রী ও অন্যান্যরা আগেই জানিয়ে দিয়েছিলেন এই দৃশ্যে তারা চুমু খাবেন না। তখন দৃশ্যটাকে অন্যভাবে নেওয়ার কথা ভাবা হয়।
অরিন্দম শীল হঠাৎ আবেগ ষতাড়িত হয়ে অভিনয় দেখানোর ছলে কোলে বসিয়ে নেন সেই অভিনেত্রীকে। তারপর তার গালে চুমু খান। কীভাবে পজিশন হবে, কে কোথায় বসবে, এসব দেখাচ্ছিলেন তিনি। তখন অভিনেত্রী খুবই অপ্রীতিকর অবস্থায় পড়েন। এই নিয়ে যখন পরিচালকের সঙ্গে কথা বলতে চান তখন পরিচালক তাকে উল্টে বলেন, “কেন তোর ভালো লাগেনি?”
অভিনেত্রী এরপর মেকআপ রুমে এসে প্রযোজনা সংস্থার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন। তারপর নিয়োগকর্তার সঙ্গে তার হোয়াটসঅ্যাপে কথা হয়। তিনি মহিলা কমিশনের কাছেও অভিযোগ করেন। শুটিং শেষ হওয়ার পর তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন যাতে শুটিংয়ের কোনো সমস্যা না হয়। এরপর তিনি বিষ্ণুপুর থানাতে অভিযোগ করেন।
ওই অভিনেত্রী চেয়েছিলেন পরিচালক যেন তার কাছে ক্ষমা চান তার কৃতকর্মের জন্য। যৌন হেনস্থা করেছেন এমনটা স্বীকার করে যেন তিনি ক্ষমা চান। কিন্তু পরিচালক ক্ষমা চেয়ে যে চিঠি লিখেছিলেন তাতে কোথাও যৌন হেনস্থায় আর কথা স্বীকার করেননি। তাতেও অভিনেত্রী তাকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু এরপর দেখা যায় পরের দিন তিনি সংবাদ মাধ্যমের কাছে বলছেন তাকে দিয়ে জোর করে চিঠি লেখানো হয়েছে। বরং তিনি আইনত ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন। অভিনেত্রী এটা দেখে আর চুপ থাকতে পারেননি।
আরও পড়ুন : পৌরুষত্ব ফলিয়েছেন, হস্তমৈথুন করেছেন! প্রকাশ্যে ক্ষমা চাইলেন গায়ক অনিন্দ্য
আরও পড়ুন : রাতে হোটেলে ডেকে যৌন হেনস্থা! বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী দেবলীনার
এরপরেই পরিচালকের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ করেন ওই অভিনেত্রী। কারণ অরিন্দম শীল যে কথাগুলো বলেছিলেন তাতে মনে হচ্ছিল অভিযোগকারীণীই যেন অপরাধী। তিনি দাবি করেছেন ঘটনাটা অ্যাক্সিডেন্টাল। কিন্তু অ্যাক্সিডেন্টালী কাউকে চুমু খাওয়া যায় না। উল্লেখ্য, অভিযোগকারিণীর অভিযোগের ভিত্তিতেই ডিরেক্টর্স গিল্ড থেকেও অরিন্দম শীলকে বহিষ্কার করা হয়। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র থেকে শুরু করে স্বস্তিকা মুখার্জী, সকলেই এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।