New Bengali Serial : টিআরপির অভাবে যেখানে একের পর এক সিরিয়াল বন্ধ হচ্ছে সেখানে শূন্যস্থান পূরণ করতে নতুন সিরিয়াল তো আনতেই হবে। স্টার জলসা, জি বাংলার মত সান বাংলা (Sun Bangla), কালার্স বাংলাতে এখন টিআরপিই শেষ কথা। বিগত কয়েক মাসে একাধিক সিরিয়াল বন্ধ হয়েছে। তার বদলে এসেছে নতুন সিরিয়াল। এবার আরও একটি নতুন সংযোজন হতে চলেছে সেই তালিকায়।
খুব শীঘ্রই আসতে চলেছে নতুন সিরিয়াল চাওয়া পাওয়া (Chaowa Paowa)। সম্প্রতি এই সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে এসেছে। এই সিরিয়াল আসার কারণে বন্ধ হতে বসেছে ফাগুনের মোহনা (Phaguner Mohona)। সান বাংলায় সম্প্রচারিত এই মেগা সিরিয়ালের টিআরপি এখন একেবারেই তলানিতে পৌঁছেছে। যে কারণে খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে ধারাবাহিকটি।
আগামী ১১ই মার্চ থেকে প্রত্যেকদিন রাত ৯.০০টার সময় সান বাংলার পর্দাতে সম্প্রচারিত হবে নতুন সিরিয়াল চাওয়া পাওয়া। সিরিয়ালের প্রথম প্রোমো দর্শকদের বেশ ভালই লেগেছে। নতুন এই বাংলা সিরিয়ালটি আসলে জনপ্রিয় একটি মারাঠি সিরিয়ালের ডাবিং। মারাঠি থেকে বাংলাতে ডাব করে সম্প্রচার করা হবে সিরিয়ালের।
একটি ছোট্ট মেয়ে এবং তার মাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে গল্প। ছোট্ট মেয়েটির নাম মিমি। প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে নায়ক আড়াল থেকে নায়িকাকে দেখছে। নায়িকা তখন পাশের বাড়ির ছাদে জামা কাপড় তুলছিল। নায়ককে এইভাবে নায়িকার দিকে তাকিয়ে থাকতে দেখে মিমি বলে, “আচ্ছা বলো দেখতে দারুণ লাগছে না?” নায়ক সায় দেয় তার কথায়।
মিমি এরপর বলে, “ও সবার যত্ন নেয়। সবার জন্য চিন্তা করে। কিন্তু ও এই বাড়ির মালকিন না। ও আসলে কাজের মেয়ে।” এবার দেখা যায় নায়িকা মিমিকে ডাক দেয়। আর মিমি ‘মা’ বলে তার দিকে ছুটে যায়। অর্থাৎ এতক্ষণ সে তার মায়ের প্রশংসাই করছিল। নায়ক মিমিকে ইশারায় বলে সে যেন তার ভালো লাগা সম্পর্কে মাকে কিছু না জানায়।
আরও পড়ুন : TRP List : এই সপ্তাহের সেরা সিরিয়াল কোনটি? দেখুন তালিকা
আরও পড়ুন : হয়ে গেল অন্তিম শুটিং! বন্ধ হয়ে যাচ্ছে Zee Bangla-র এই জনপ্রিয় সিরিয়াল
মারাঠি ভাষার এই সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তাই এবার সেটিকে বাংলাতেও সম্প্রচার করা হবে। মিমিই হয়তো মায়ের জীবনে নতুন বসন্তের সঞ্চার করবে। মিলিয়ে দেবে নায়ক ও নায়িকাকে। নতুন ধরনের এই গল্পের প্লট দর্শকদের বেশ পছন্দ হয়েছে। সিরিয়াল সম্প্রচার হওয়ার পর বাংলার দর্শকদের কেমন লাগবে সেটাই এখন দেখার।