Neetu Kapoor On Ranbir Kapoor-Alia Bhatt`s Separation : ইনস্টাগ্রামে কাপুর পরিবার (Kapoor Family) -কে নিয়ে একের পর এক রহস্যময় পোস্ট হয়েই চলেছে। বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির এই সেলিব্রিটি পরিবারকে নিয়ে এই সময়ের বিতর্কিত বিষয়বস্তু হল আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুর (Ranbir Kapoor) -র বৈবাহিক জীবনের টানাপোড়ন। যে দিকে প্রথম আঙ্গুল তুলেছিলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। এবার কাপুর পরিবারের ভাঙ্গন প্রসঙ্গে সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক পোস্ট করলেন রণবীরের মা নীতু কাপুর (Neetu Kapoor)।
Kangana Ranaut`s Instagram Story On Ranbir And Alia`s Separation
কিছুদিন আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা নাম না করে আলিয়া এবং রণবীরের বিবাহিত জীবন নিয়ে খোঁচা দেন। তিনি সরাসরিই তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “বলিউডের এক জাল জুটি আলাদা আলাদা ফ্লোরে থাকে। আর বাইরে নিজেদের স্বামী-স্ত্রী দাবি করে নতুন ছবির ঘোষণায় ভুয়ো খবর ছাপায়। এগুলো হয় যখন তুমি সিনেমার প্রমোশনের জন্য বিয়ে করো, ভালোবেসে নয়।” কঙ্গনা আরও বলেছেন সদ্যজাত সন্তান এবং স্ত্রীকে নাকি ফ্যামিলি ট্রিপ থেকে বাদ দেওয়াও হয়েছে, কিন্তু সেই খবর কেউ জানে না।
এরপর কঙ্গনা সরাসরি তোপ দেগে বলেন, “একজন মাফিয়া বাবার কথায় ট্রিলজি ছবির জন্য ‘পাপা কি পরী’র সঙ্গে বিয়ে করলে এটাই হয়। এখন এসব কিছু থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা চলছে। কিন্তু এখন তার পাশে আর কেউ নেই। ওর নিজের স্ত্রী এবং সন্তানের দিকে নজর দেওয়া উচিত। এটা ভারত, এখানে বিয়ে একবার হয়ে গেলে সেটা মানতেই হয়। এখনও সময় আছে নিজেকে শুধরে নাও।”
কঙ্গনা এটাও দাবি করেছেন যে রণবীর নাকি তাকে টেক্সট মেসেজ করে এসব কিছু জানিয়েছেন এবং তার কাছে ভিক্ষা চেয়েছেন। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়। প্রথমটায় কেউই কঙ্গনার কথায় পাত্তা দিতে চাননি। আলিয়ার ভক্তরা তাকেই উল্টে খোঁচা দিয়ে লেখেন, আলিয়া এবং রণবীরকে নিয়ে আপনার সমস্যা রয়েছে। ওদের নামে খালি খারাপ কথাই বলেন। আলিয়ার প্রত্যেকটি ছবি নিয়েও খারাপ কথা বলেন।” তবে জল্পনা বাড়ালেন নীতু কাপুর।
Neetu Kapoor`s Intragram Story On Kapoor Family Crisis
কঙ্গনা যা কিছু বলেছেন সেই নিয়ে জল্পনা দ্বিগুণ বাড়িয়ে দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় পোস্ট করেন নীতু। তিনি লিখেছেন, “আমাদের পরিবারগুলো আর আগের মতন নেই। কারণ আমরা তাদের কবর দিয়েছি যারা একসঙ্গে সবাইকে বেঁধে রাখত।” নীতুর পোস্ট সাফ সাফ কাপুর পরিবারে ভাঙ্গনের ইঙ্গিত দিচ্ছে। এই নিয়ে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া বেশ তোলপাড় এখন।
আরো পড়ুন : আলিয়া-প্রিয়াঙ্কা নয়, বলিউডের কোন নায়িকা সবথেকে বেশি আয়কর দেন? জানলে অবাক হবেন
উল্লেখ্য, বেশ কয়েকজন নামী বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে গত বছর আলিয়াকে বিয়ে করেন রণবীর কাপুর। বিয়ের সাত মাসের মাথায় তারা এক কন্যা সন্তানের জন্য দেন। কাজেই নেটিজেনরা ধরেই নিয়েছিলেন বিয়ের আগেই আলিয়া প্রেগনেন্ট ছিলেন। তাই তড়িঘড়ি বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। মেয়ের বয়স ১ বছর না পেরোতেই কি আলাদা হয়ে যাবেন আলিয়া-রণবীর? সেটাই এখন দেখার।
আরো পড়ুন : ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র থেকে কত টাকা পারিশ্রমিক পেলেন আলিয়া, রণবীররা?