‘বাবুউউ’কে টাইট দিতে ফের বিয়ের পিঁড়িতে পর্ণা, ‘নিম ফুলের মধু’তে আসছে নয়া চমক

জি বাংলা (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu) সিরিয়ালটিতে (Bengali Mega Serial) এখন টানটান উত্তেজনাময় পর্ব চলছে। টিআরপি তালিকাতেও তাই বেশ এগিয়ে যাচ্ছে এই সিরিয়ালটি। এখন যেমন ‘নিম ফুলের মধু’তে পুনরায় বিয়ের একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন একটি প্রোমো। যে প্রোমোতে দেখানো হয় দত্ত বাড়িতে সৃজন এবং তিন্নির বিয়ের আসর বসছে।

এই প্রোমো দেখেই বেশ নড়েচড়ে বসেছিলেন দর্শকরা। তবে চমক আসতে আরও বাকি ছিল। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হল সৃজনের বিয়ের আগেই বিয়ের পিঁড়িতে বসেছে পর্ণা। দত্ত বাড়ির ছেলেকে ভুলে সে তার অফিস কলিগের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেছে। এমনই একটি ছবি হাতে আসে সৃজনের।

NEEM PHULER MODHU

আসলে কৃষ্ণা, মৌমিতা এবং তিন্নি, তিনজনেই এখন সৃজন এবং পর্নাকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে। তার জন্য দুজনের মধ্যে সন্দেহের বীজ বুনে দিচ্ছে তারা। পর্ণা অবশ্য এতদিন তার বিরুদ্ধে হওয়া সমস্ত ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। কিন্তু অফিসের কাজে তাকেও কলিগদের সঙ্গে বাইরে যেতে হয়। এতে পর্নার উপর বেজায় চটেছে সৃজন।

এদিকে সৃজন এবং পর্নার এই ভুল বোঝাবুঝিকে হাতিয়ার করে তাদের চিরতরে আলাদা করে দিতে চাইছে সৃজনের দাদা এবং বৌদি। তারা ল্যাপটপে ফটো এডিট করে পর্নার সঙ্গে তার অফিস কলিগের বিয়ের একটা ছবি বানায়। তারপর সেটাই সৃজনকে দেখায়। সৃজন এমনিতেই পর্ণাকে সন্দেহ করছিল। এই ছবি দেখে তার মন ভেঙে যায়।

NEEM PHULER MODHU

এদিকে এই সুযোগকে হাতিয়ার করে কৃষ্ণাও তার ‘বাবুউউ’র বিয়ে অন্যত্র দেওয়ার প্রস্তাব রাখে। তার কথা কেউ মানতে রাজি না হলে আবার মাতঙ্গী মায়ের ছদ্মবেশ নিয়ে মৌমিতা সৃজনের সঙ্গে তিন্নির বিয়ের নিদান দেয়‌। যদিও বিয়েটা অবশ্য শেষমেষ হয়ে উঠবে না। কারণ পর্না আবার ভৈরবীর বেশ নিয়ে বিয়ের মন্ডপে এসে হাজির হবে সেটা প্রোমোতেই দেখানো হয়েছিল।

NEEM PHULER MODHU

আপাতত পর্নার সঙ্গে তার অফিস কলিগের বিয়ের ছবি দেখে দত্তবাড়িতে তোলপাড় শুরু হয়েছে। এই ছবি দেখে ঠাম্মি, বর্ষা এবং জেঠিমা বিশ্বাস না করলেও বাড়ির আর সকলে পর্নাকে দায়ী করতে থাকেন। সৃজনও নিজের স্ত্রীকে অবিশ্বাস করতে শুরু করে। আর এই কারণেই তিন্নিকে বিয়ে করার জন্য সে রাজি হয়ে যাবে। পরে অবশ্য সবাইকে শায়েস্তা করার জন্য পর্না যে ফিরে আসবে তা বলাই বাহুল্য।