শুরু থেকেই কার্যত টিআরপিতে কিস্তিমাত করছে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। জি বাংলার (Zee Bangla) এই সিরিয়াল এতদিন স্লট লিডার হয়েছে। আর এবার সব সিরিয়ালকে পেছনে ফেলে বেঙ্গল টপারেরও আসন ছিনিয়ে নিচ্ছে সৃজন-পর্ণারা। অবশ্য গল্পের প্রতি দর্শকদের এত আগ্রহের অন্যতম কারণ অয়ন ও মৌমিতার কারসাজি। ভিলেন চরিত্রে দুর্দান্ত অভিনয় করছেন মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)।
‘নিম ফুলের মধু’তে সৃজনের বড় বৌদি মৌমিতার চরিত্রে অভিনয় করছেন মানসী। তাকে ভিলেন চরিত্র দেখানো হচ্ছে এখানে। অসাধারণ অভিনয় দক্ষতার গুনে দর্শকদের মনে ছাপ ফেলছেন তিনি। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ছবি শেয়ার করে তিনি নেটিজেনদের সঙ্গে সংযোগ বজায় রাখেন। এবার যেমন স্বল্প পোশাকে রীতিমত নেটপাড়ার ঘাম ঝরালেন মানসী।
গত সপ্তাহেই টিআরপি টপার হয়েছে ‘নিম ফুলের মধু’। এদিকে ক্যামেরার সামনে টপলেস হয়ে ধরা দিলে মানসী। শুক্রবার সকালেই তিনি এই ছবি শেয়ার করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে মানসীর উর্ধাঙ্গে এক টুকরো কাপড় নেই। পরনে রয়েছে কেবল ডেনিম। কেবল একটা ফুলের তোড়া দিয়ে উর্ধাঙ্গ ঢেকে রেখেছেন তিনি।
খালি গা, গাঢ় লাল লিপস্টিকে ঠোঁট রাঙানো, বেশ স্টাইল করে বাঁধা হয়েছে চুল। শাঁখা-সিঁদুর, পলা ও শাড়ি পরা এক রক্ষণশীল পরিবারের গৃহবধূ মৌমিতাকে হঠাৎ এইরূপে দেখে ভিরমি খাচ্ছেন সিরিয়ালের দর্শকরা। অবশ্য এটাই প্রথম নয়। এর আগেও নিজের এমন অনেক হট এন্ড বোল্ড ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
View this post on Instagram
কিছুদিন আগেই যেমন সুইমিং পুলের জলে থেকে উষ্ণ ছবি শেয়ার করেছিলেন তিনি। আবার স্লিভলেস ব্লাউজের সঙ্গে পাতলা ফিনফিনে শাড়ি পরে বৃষ্টিতে ভিজে রিল ভিডিও শেয়ার করেছিলেন। জন্মদিনের পার্টিতে লাল রঙের গাউন পরে যেন আগুন ধরিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতাতে।
আরও পড়ুন : শাড়ি ব্লাউজ খুলে সাহসী পোশাকে নেচে ভাইরাল রচনা ব্যানার্জী, ভিডিও দেখে থ নেটিজেনরা
আরও পড়ুন : শিয়ালদহ স্টেশনে কেটেছে রাত! কীভাবে অভিনেত্রী হলেন মফস্বলের মেয়ে স্বস্তিকা?
উল্লেখ্য, মানসী সেনগুপ্ত বিবাহিতা। তার ৫ বছরের একটি মেয়ে রয়েছে। বিবাহিত জীবনে তিনি খুবই সুখী বলে জানা যায়। স্বামীর থেকে অনেক সহায়তা পান তিনি সে কথা বারবার স্বীকার করেছেন ক্যামেরার সামনে। তবে গত বছরই তার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা দেখা দিয়েছিল। যে কারণে সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা সিদ্ধান্ত নেন তিনি। তবে কোন সমস্যায় জড়িয়েছেন মানসী তা বলতে চাননি সংবাদ মাধ্যমকে। এখন আবার সোশ্যাল মিডিয়াতে আগের মতই অ্যাকটিভ হয়েছেন তিনি।