গানের মাধ্যমে কখনো ডাক্তারদের আসল চেহারা তিনি সামনে নিয়ে এসেছেন, কখনো আবার ছেলেমেয়েদের হাতে বাবা মায়ের নির্যাতনের কাহিনী ফুটিয়ে তুলেছেন, চটকদারি গান নয় বরং নচিকেতা চক্রবর্তী সবসময় গেয়ে এসেছেন মানুষের জীবনের গান। কিন্তু এই গায়কের শরীরে নাকি বাসা বেঁধেছে ক্যান্সার! এমনই গুঞ্জন শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে। প্রকাশ্যে শারীরিক অবস্থা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতেই এবার মেজাজ হারালেন গায়ক।
১৯৯৩ সালে প্রথম অ্যালবাম “এই বেশ ভাল আছি” মুক্তি পাওয়ার পর কলকাতার বুদ্ধিজীবীরা বলেছিলেন, নচিকেতার গান বড় জোর এক থেকে দেড় বছর শুনবে মানুষ। এসব রিক্সাওয়ালার গান কেউ শুনবে না। কিন্তু তিন দশক পরেও যে সেই গান আজও আমাদের বুকে আগুন জ্বালায় তার স্পষ্ট নিদর্শন পাওয়া গিয়েছিল গত আগস্ট মাসে। রবীন্দ্র সদনে হওয়া একটি অনুষ্ঠানে প্রমাণ পাওয়া গিয়েছিল,গানের জগতে ৩০ বছর পার করলেও আজও অমলিন এই ‘আগুন পাখি’।
তবে ভক্তদের ভালোবাসা যেমন একদিকে বাঁচিয়ে রাখে শিল্পীদের, তেমন অন্যদিকে সেই ভালোবাসা এক এক সময় অসহ্য হয়ে দাঁড়ায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে গানের মাঝেই মেজাজ হারালেন নচিকেতা। তীব্র প্রতিবাদ করলেন তিনি। কিন্তু হঠাৎ কি হল? কেন এমন করলেন তিনি? আসলে ঘটনাটি একদিনের নয় বরং দীর্ঘদিন ধরে জমতে থাকা বিরক্তির বহিঃপ্রকাশ করে ফেলেছেন নচিকেতা।
বেশ কিছু বছর ধরেই বারবার নচিকেতার ক্যান্সার আক্রান্তের গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা একেবারেই মিথ্যে। কে বা কারা এই খবর ছড়িয়েছে তা জানা না গেলেও এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে নচিকেতার প্রতি মানুষের কৌতুহল আরো বেড়েছে। মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে তিনি অবশেষে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “মানুষ চিরকাল নানান ধরনের প্রেডিকশন করে। এক একবার এক একরকম। কেউ বলেন, আর শো করতে পারছেন না আবার কারোর মতে ক্যান্সার হয়েছে।”
আরও পড়ুন : ৮ বছর আগে আজই বিয়ের পিঁড়িতে বসেছিলেন অনুপম-পিয়া! দেখুন বিয়ের পুরনো অ্যালবাম
নচিকেতা বলেন, “যাদের সঙ্গেই দেখা হয় গ্রিনরুমে, সবারই একটাই প্রশ্ন, শরীর ভালো তো? বুঝে নিতে হবে ওর কাছে আর কোন প্রশ্ন নেই। আর কতবার বলবো আমার ক্যান্সার হয়নি। আপনারা বলে বলে করিয়ে দেবেন এবার। জিডিপি রেট, দেশের অর্থনীতি নিয়ে শুরু করে নতুন কিছু লিখছেন কিনা এই সমস্ত কেউ জিজ্ঞেস করে না। কোন পার্টি ক্ষমতায় আসবে জিজ্ঞেস করে না। খালি একটাই কথা, শরীর কেমন?”
আরও পড়ুন : ‘ঠাস করে চড় মারতে ইচ্ছে হয়’! পরম-পিয়ার বিয়ে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা মুখার্জী
আরও পড়ুন : ‘ফিরে এসো…’, মুক্তি পেল অনুপম রায়ের নতুন গান! শুনলে চোখের জল ধরে রাখতে পারবেন না
নচিকেতার কথায়, “আমার লড়াইটা ৪০ বছরের। জীবন যতক্ষণ আছে ততক্ষণ লড়াই করে যেতে হবে, আশা রাখতে হবে মনে। আমি এখনো দাপিয়ে শো করে বেড়াচ্ছি। কোন অসুস্থতা নেই আমার। এবার যদি কেউ জিজ্ঞাসা করে শরীর ভালো আছে কিনা তাহলে আমি পাল্টা জিজ্ঞাসা করবো, শরীর ভালো তো আপনার?”।
আরও পড়ুন : জীবনে সম্পর্কে প্রচুর ঠকেছি! বিয়ের পরও পুরনো প্রেমিককে নিয়ে অকপট ইমন