শক্তিমান ও গীতার বিয়ে হয়নি কেন, কেন আজও অবিবাহিত রয়ে গেলেন শক্তিমান

ছোট বড় সকলের কাছেই তার একটাই পরিচয়, তিনি ‘শক্তিমান’ (Shaktimaan)। দূরদর্শনে মুকেশ খান্নার (Mukesh Khanna) ‘শক্তিমান’ দেখার জন্য একসময় সপ্তাহভর অপেক্ষা করে বসে থাকতো ৯০ এর দশকের খুদেরা। প্রায় তিন দশক পর আজও যখন দূরদর্শনে ‘শক্তিমানের ’ রিপিট টেলিকাস্ট হয় তখনও দর্শকের অভাব হয় না। ‘শক্তিমান’ এর সম্প্রচার ছোটদের জন্যই শুরু হলেও তা বড়দেরও পর্দার সামনে থেকে উঠতে দেয় না।

‘শক্তিমান’ এর পর মুকেশ খান্না বড়দের জন্য ‘মহাভারত’ এও অভিনয় করেন। পিতামহ ভীষ্ম চরিত্রে তার অভিনয়ের দর্শক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। শক্তিমান এর মতো মহাভারত এর রিপিট টেলিকাস্ট দেখতেও তাই আজও প্রতিক্ষা করেন বহু মানুষ। তবে জানেন কি মহাভারতের ভীষ্ম আর মুকেশ খান্নার বাস্তব জীবন কিন্তু একই।

মুকেশ খান্নার বর্তমান বয়স প্রায় ৬৩ বছর। সারাজীবন অভিনয় করে তিনি কিছু প্রচুর নাম-যশ, খ্যাতি এবং অর্থসম্পদ উপার্জন করেছেন। তবে ৬০ পেরোলেও আজও অবিবাহিত মুকেশ খান্না। তার অনুরাগীদের মনে এই নিয়ে প্রশ্ন ওঠে। কেন আজও বিয়ে করলেন না মুকেশ খান্না? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রবল বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেতা।

একবার একটি সাক্ষাৎকারে তাকে এই প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, বিয়ের পর মহিলারা যেভাবে জীবন কাটান তাতে তার আপত্তি আছে। মুকেশের এই জবাব শুনে অভিনেতার প্রতি ক্ষুন্ন হয়েছিলেন বহু মহিলা অনুরাগী। তার এই বিতর্কিত মন্তব্যের কারণে অনেকেই তাকে নারীবিদ্বেষী বলে মনে করেছিলেন। আসলে বরাবর স্পষ্টবাদী মুকেশ খান্না। তিনি যা মনে করেন, সেটাই বলেন।

এক সাক্ষাতকারে অভিনেতা বলেন, “বিয়ে তাদের ভাগ্যে হয় যারা তাদের ভাগ্যে থাকে। যাইহোক, আমার মনের কথা বলার অভ্যাসের কারণে, অনেক বিতর্কিত বিষয় আমার সাথে যুক্ত। আমি বিয়ের বিরুদ্ধে নই। লোকেরা প্রায়ই বলে যে মুকেশ খান্না ভীষ্ম পিতামহের চরিত্রে অভিনয় করেছেন বলে তিনি ব্যক্তিগত জীবনে তার চরিত্র গ্রহণ করছেন, তাই তিনি বিয়ে করেননি। কিন্তু আমি এত মহান নই এবং কোন মানুষ ভীষ্ম পিতামহ হতে পারে না। আমি আমার ব্যক্তিগত জীবনে ভীষ্মের মত কোন প্রতিজ্ঞা গ্রহণ করি নি।