মেনে চলুন মুকেশ আম্বানির এই ৭টি নীতি, সাফল্য আসবেই কথা দিলাম

Mukesh Ambani : এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ৯০.৮ বিলিয়ন ডলার। তবে আপনি কি জানেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) -র এই সফলতার প্রধান কারণ হলো তিনি তার জীবনে কয়েকটি নীতিকে খুব কঠোরভাবে মেনে চলেন। আর এই নীতি গুলি যদি কোনো মানুষ নিজের জীবনে প্রয়োগ করতে পারে তবে সেই ব্যাক্তিও জীবনে সফল হতে বাধ্য। চলুন জেনে নিই মুকেশ আম্বানির টিপস গুলোর সম্পর্কে।

১) জীবনে টাকা সবকিছু নয়, তবে টাকা খুব গুরত্বপূর্ণ বস্তু : মুকেশ আম্বানি প্রথম থেকেই শুরু করেছেন। এমবিএ কলেজ ড্রপআউট মুকেশ আম্বানি ছোটবেলা থেকেই তার বাবা ধিরুভাই আম্বানির ব্যবসায়িক দক্ষতা দেখেছেন। আর মুকেশ আম্বানি এই সবকিছু অর্জন করতে খুব কঠোর পরিশ্রম করেছেন। তিনি অনেক ব্যবসায়িক মিটিংয়ে ধীরুভাইয়ের কথা শুনতেন এবং তাই তিনি বলেছেন টাকার পিছনে দৌড়াবেন না, টাকাই সব নয় তবে টাকাও গুরুত্বপূর্ণ।

Mukesh Ambani

২) স্বপ্নই সব কিছু : স্বপ্ন দেখা বন্ধ করবেন না। ধিরুভাই সব সময় বলতেন ‘স্বপ্ন দেখো, স্বপ্ন কারো একচেটিয়া নয়’। স্বপ্ন দেখুন এবং আপনার স্বপ্নকে অনুসরণ করুন। আপনার স্বপ্ন পূরণের জন্য পরিকল্পনা করুন এবং আপনার স্বপ্ন পূরণের জন্য ঝুঁকি নিন। আপনার স্বপ্নের রাস্তাটি সহজ হবে না তবে এটি আপনাকে আপনার স্বপ্নের পাশের পথ দেখাবে।

৩) সব সময় সঠিক কাজ করা : কোনো কাজের জন্য শর্টকাট নির্বাচন করা উচিত না। শর্টকাট কখনো আপনাকে আপনার স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে না। আপনার কাজ একদিন কথা বলবে। তাই সঠিক কাজটি করতে থাকুন। আপনি শীঘ্রই আপনার লক্ষ্যে পৌঁছাবেন।

Mukesh Ambani

৪) সবসময় মনের কথা শোনা উচিত : মুকেশ আম্বানি সবসময় পেট্রোলিয়াম থেকে ক্রিকেট সব বাজারে বিনিয়োগ করেছেন। তিনি বলেছিলেন যে তিনি সর্বদা তার মনের কথা অনুসরণ করেন। ব্যক্তিগত বা পেশাগত বিষয় যাই হোক না কেন, সর্বদা আপনার মন অনুসরণ করা উচিত কারণ মন সবসময় সঠিক উত্তর দেয়।

৫) সবসময় রিস্ক নিতে হবে : নিজের জীবনে সাফল্য পেতে হলে সবসময় ঝুঁকি নিতে হবে। এমনটাই সবসময় বলেন মুকেশ আম্বানি। তার মতে যে ব্যক্তি ঝুঁকি নেয় না সে জীবনে কখনো উন্নতি করতে পারে না। বৃহত্তম ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সমস্ত ঝুঁকি তিনিও নিয়েছিলেন তাই আজ এতটা সফল ব্যক্তি হতে পেরেছেন।

Mukesh Ambani

আরও পড়ুন : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র, অবস্থা সংকটজনক জেনে উদ্বিগ্ন ভক্তরা

৬) ভরসা সবার উপরে কর কিন্তু কারুর উপর নির্ভর হয়ো না : মুকেশ আম্বানির মতে যেকোনো কাজে সবার উপর ভরসা করতে পারো। কিন্তু তা বলে কখনও নির্ভরশীল হয়ে পরো না। বরং কোনো সমস্যায় পড়লে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নিজের লক্ষ্যে এগিয়ে চলো।

আরও পড়ুন : রাতারাতি বদলে গেল বাংলা মিডিয়ামের নায়িকা, নতুন নায়িকা হয়ে আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী

৭) সফলতার খিদে থাকতে হবে : মুকেশ আম্বানি বলেছেন নিজের মধ্যে সফল হওয়ার খিদেকে জাগিয়ে রাখতে হবে। ধৈর্য ধরুন, আপনি যা পরিকল্পনা করেছেন তা করতে থাকুন এবং আপনি অবশ্যই একদিন সফলতা পাবেন।