গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র, অবস্থা সংকটজনক জেনে উদ্বিগ্ন ভক্তরা

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র! ৮৭ পেরোনো অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন গোটা বলিউড

Dharmendra : বলিউড (Bollywood) -র অন্যতম ইনবদন্তি অভিনেতা হলেন ধর্মেন্দ্র (Dharmendra)। যিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হি ম্যান হিসেবেই পরিচিত। কয়েকদিন আগেই তিনি করণ জোহরের পরিচালিত রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন। কিন্তু এবার অসুস্থ হয়ে পড়লেন ধর্মেন্দ্র। ৮৭ বছর বয়সী তারকার চিকিৎসার জন্যই আমেরিকা পাড়ি দিয়েছেন সানি দেওল (Sunny Deol)।

করণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দেখা মিলেছে গরম-ধরমের। বক্স অফিসে ৩০০ কোটির গন্ডি পার করেছে করণ জোহরের এই ছবি। সেখানে রণবীর সিং-এর ঠাকুর্দার চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। আর সেই ছবিতে শাবনা আজমির ঠোঁটে ধর্মেন্দ্রর চুমু নিয়ে উথাল-পাতাল সোশ্যাল মিডিয়া। হু হু করে ভাইরাল হয়েছে সেই মুহূর্ত।

DHARMENDRA AND SHABANA

আর অন্যদিকে ২০০১ মুক্তিপ্রাপ্ত গদর এক প্রেম কথা সিক্যুয়েল ছবি গদর ২ মুক্তি পেয়েছে কয়েকদিন আগেই। ছবিটি বক্স অফিসে ৫০০ কোটি টাকার ব্যবসা করেছে। সেই সাফল্যের উদযাপনে সদ্যই সাক্সেস পার্টির আয়োজন করেছিলেন সানি। সেখানে দেখা মিলেছিল শাহরুখ,সলমন থেকে ইন্ডাস্ট্রির নামী-দামী তারকাদের। হাজির ছিলেন ধর্মেন্দ্র স্বয়ং।

যদিও কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে বলিউড প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই প্রবীণ অভিনেতা। তিনি বলেছিলেন তার পরিবারকে কোনদিন যোগ্য সম্মান দেয়নি বলিউড। বর্ষীয়ান অভিনেতার কথায়, ‘আমার পরিবার কোনওদিন সঠিকভাবে নিজেদের মার্কেটিংটা করতে পারেনি। আমরা চেয়েছি কাজই আমাদের হয়ে কথা বলুক’।

Gadar 2

এরপরেই তিনি বলেন,’বলিউডের সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবিগুলোর মধ্যে দু-টো সানির। কিন্তু কোনওদিন নিজের সাফল্যের খতিয়ান নিয়ে কথা বলে না। ববিও ভালো কাজ করছে। কিন্তু আমাদের কোনও প্রাপ্যটুকু দেওয়া হয় না। তাতে অবশ্য আমাদের কিছু যায় আসে না। ফ্যানেদের ভালোবাসাই আমাদের কাছে সব। ইন্ডাস্ট্রির তরফে কোনওরকম স্বীকৃতির দরকার নেই’।

আরও পড়ুন : বলিউডের সবথেকে দামী ৭ গান, যেগুলোর বাজেটে আস্ত ছবি বানানো যাবে

DHARMENDRA AND SUNNY DEOL

আরও পড়ুন : টুকে টুকেই সুপারস্টার! একাধিক দক্ষিণী ছবির ‘কপি’ করে বিখ্যাত হয়েছেন এই অভিনেতা

এইসবের মধ্যেই আচমকা বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। তাই তার চিকিৎসার জন্য তাকে নিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র সানি দেওল। আগামী ২০ দিন বাইডেনের দেশেই থাকবেন সানি ও ধর্মেন্দ্র। আগামী দু থেকে তিন সপ্তাহ সেখানেই থাকবেন তারা। তবে খুব বেশি চিন্তার কোনও কারণ নেই।