Anant Ambani Marriage : আর মাত্র কিছুদিন সময়ই আছে হাতে। গুজরাটের জামনগরে মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) এবং ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন এখন তুঙ্গে। যদিও আনুষ্ঠানিক বিয়েটা হবে ১২ই জুলাই। তবে ১ থেকে ৩রা মার্চ পর্যন্ত প্রাক বিবাহ অনুষ্ঠানেই যে রাজকীয় আয়োজন হয়েছে তার পুরোটা শুনলে মাথা ঘুরে যাবে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অনন্ত ও রাধিকার প্রি ওয়েডিং ইভেন্টের ৯ পাতার একটা প্ল্যানিং। যেখানে বিশদে সমস্ত অনুষ্ঠানটিকে ছোট করে বর্ণনা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কী পোশাক পরবেন, কোন দিন কী থিম থাকবে, অতিথিদের জন্য কী কী বিশেষ আয়োজন করা হয়েছে ও কী কী নির্দেশ রয়েছে আমন্ত্রিতদের জন্য, সবই ফাঁস হয়েছে।
অনন্ত ও রাধিকার বিয়েতে আমন্ত্রিতদের কী নির্দেশ দিয়েছে আম্বানি পরিবার?
দিল্লি বা মুম্বাই যেখান থেকেই হোক না কেন অতিথিদের চ্যাটার্ড ফ্লাইটে করে জামনগরে নিয়ে আসার পরিকল্পনা হয়েছে। ১লা মার্চ সকাল ৮.০০টা থেকে দুপুর ১.০০টার মধ্যে একাধিক ফ্লাইট ছাড়া হবে এই দুই শহর থেকে। অতিথিরা সঙ্গে একটি হ্যান্ড লাগেজ এবং একটি বড় লাগেজ রাখতে পারবেন কেবল। কাপলদের তিনটি সুটকেসের বেশি না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর বেশি লাগেজ আনলে তা পরে পাঠানোর ব্যবস্থা হবে।
অনন্ত-রাধিকার বিয়েতে কোন দিন কী থিম থাকবে?
একেবারে রাজকীয়ভাবে অনুষ্ঠিত হতে চলেছে অনন্ত ও রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান। তার জন্য ৩ দিনের জন্য তিনটি আলাদা থিম বেছে নেওয়া হয়েছে। ১ তারিখের থিম অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড। যেখানে ককটেল পোশাক পরবেন সকলে। ২ তারিখের থিম আ ওয়াক অন দা ওয়াইল্ড সাইড। গুজরাটের জামনগরের অভয়ারণ্যে নিয়ে যাওয়া হবে অতিথিদের। তাই সেই অনুযায়ী জুতো পরার আবেদন করা হয়েছে।
এদিন মেলার আবহে অনুষ্ঠিত হবে সম্পূর্ণ অনুষ্ঠান। তাই ক্যাজুয়াল পোশাক পরতে বলা হয়েছে সকলকে। তবে পোশাক হতে হবে দেশি। আর শেষ দিনেও ভারতীয় পোশাকই পরবেন সকলে। আসলে মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ের প্রধান থিমটাই হবে ভারতীয় সংস্কৃতি, শিল্প, কারুকার্যকে প্রাধান্য দেওয়া। তাই বিয়ের সাজগোজে সর্বত্র এই থিম বজায় থাকবে।
আরও পড়ুন : ছেলের বিয়েতে অতিথিদের এই বিশেষ উপহার দেবেন মুকেশ আম্বানি
আরও পড়ুন : রুপে লক্ষ্মী গুণে সরস্বতী, মুকেশ আম্বানির হবু বউমা আসলে কে?
অতিথীদের জন্য কী কী সুবিধা দেওয়া হবে?
অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠানে গিয়ে বলতে গেলে বাড়ির মত সজব রকম সুবিধা পাবেন অতিথিরা। লন্ড্রি, চুল বাঁধা থেকে শাড়ি পরানো, মেকআপে সহায়তা করার জন্য লোক পাবেন তারা। রাধিকা বিয়ের অনুষ্ঠানে অনামিকা খান্নার ডিজাইনের লেহেঙ্গা পরবেন। মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি ও মেয়ে ইশা আম্বানিরাও অনামিকার তৈরি পোশাকই পরবেন।