Mukesh Ambani House : ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani) নিজের বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত রয়েছেন। তার জীবনে কোন কিছুরই কোন অভাব নেই। অত্যন্ত বিলাসিতার সঙ্গে জীবন যাপন করে আম্বানি পরিবার। কিন্তু জানেন কী নিজের বাড়ি বিক্রি করে দিচ্ছেন মুকেশ আম্বানি। চলুন জেনে নিই কেনো তিনি বাড়ি বিক্রি করে দিচ্ছেন।
মুকেশ আম্বানির ২৭ তলা বিলাসবহুল প্রাসাদ অ্যান্টিলিয়া (Antilia) বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল ও বৃহত্তম বাড়ি। মুকেশ আম্বানির এই বিলাসবহুল বাড়িটির মূল্য প্রায় ২০০ কোটি টাকা। বাড়িটি মোট ৪,৫৩২ বর্গমিটার জুড়ে বিস্তৃত। আর অ্যান্টিলিয়াতে প্রায় ৬০০ জন কর্মী কাজ করে, যারা বেতন পান লাখ টাকা। এই বাড়ির মধ্যে সব রকম লাক্সারি সুযোগ-সুবিধা রয়েছে।
২০১২ সাল থেকে এই বাড়িতে বাস করছেন। আম্বানির এই বাড়িতে রয়েছে তিন তিনটি হেলিপ্যাড, ৫০ জনের বসার মতো থিয়েটার রুম, ১৬৮টি গাড়ি রাখা যায় এমন গ্যারেজ। এছাড়াও বাড়িতে মন্দির, রিক্রিয়েশন সেন্টার, সুইমিং পুল, এক্সক্লুসিভ সুইট, আইসক্রিম পার্লার, ডান্স ফ্লোরও রয়েছে। মুকেশ আম্বানির এই সখের বাড়ির নামকরণ করা হয়েছিল আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপের নাম অনুসারে।
তবে অ্যান্টিলিয়া বিক্রি করছেন না মুকেশ আম্বানি। জানা গেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি নিউইয়র্কের ম্যানহাটনের ওয়েস্ট ভিলেজে থাকা তার বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করেছেন। তিনি ফ্ল্যাটটি ৯ মিলিয়ন ডলার অর্থাৎ ৭৪.৫৩ কোটি টাকায় বিক্রি করছেন। মুকেশ আম্বানি যে ফ্ল্যাটটি বিক্রি করেছেন সেটি আগে একটি কারখানার মত ছিল।
এটিতে মূলত সুপিরিয়র ইঙ্ক ফ্যাক্টরি হিসেবে কাজ করত। কারখানাটি শুরু হয়েছিল ১৯১৯ সালে। তারপর রবার্ট এএম স্টার্ন আর্কিটেক্টস এবং ইয়াবু পুশেলবার্গ প্রায় ৯০ বছর পরে ২০০৯ সালে ভবনটিতে কিছু পরিবর্তন করেছিলেন। এই ১৭ তোমার বিল্ডিংটির বিশেষ ব্যাপার হলো, ফ্ল্যাটের একদম সামনে থেকেই দেখা যায় হাডসন নদী। আর মুকেশ আম্বানির ফ্ল্যাটটি এই বহুতলের চতুর্থ তলায় অবস্থিত।
আরও পড়ুন : রিলায়েন্স থেকে কত টাকা বেতন পান মুকেশ আম্বানি? টাকার অঙ্ক শুনলে ঘুরে যাবে মাথা
ওই বিল্ডিংয়ের চতুর্থ তলার এই ফ্ল্যাটটি ২,৪০৬ বর্গফুট জুড়ে বিস্তৃত রয়েছে। যেটিতে দু’টি বেডরুম সহ তিনটি বাথরুম, একটি শেফ রান্নাঘর, ১০ ফুট উঁচু সিলিং, হেরিংবোন হার্ডউড কাঠের মেঝে এবং নয়েজ প্রুফ জানালা রয়েছে। এছাড়াও এই বহুতলে জিম থেকে শুরু করে কিডস প্লে এরিয়া, বাইক রুম এবং পার্কিং-এর সুবিধাও ছিলো। আর এই ফ্ল্যাটে মুকেশ আম্বানি প্রতিবেশীদের মধ্যে ছিলেন হিলারি সোয়াঙ্ক এবং মার্ক জ্যাকবস।
আরও পড়ুন : মুকেশ আম্বানির কাজের মেয়ে থেকে বলিউড নায়িকা! জানেন কে সেই অভিনেত্রী?