রূপে মাধুরী দীক্ষিতকেও হার মানাবে, ইরফান পাঠানের স্ত্রীকে দেখলে চোখ সরবে না

ইরফান পাঠানের স্ত্রী রূপে মাধুরী দীক্ষিতকেও হার মানায়, দেখলে চোখ সরাতে পারবেন না

Irfan Pathan Wife : দেশ-বিদেশের মহিলা ক্রিকেট সমর্থকদের একসময় ক্রাশ ছিলেন ইরফান পাঠান (Irfan Pathan)। শুধু ক্রিকেট প্রতিভাই নয়, হ্যান্ডসাম ইরফান ঘুম কেড়েছেন বহু রমণীর। কিন্তু জানেন কি এই ক্রিকেটার ইরফান পাঠানের স্ত্রী কোনো স্বর্গের অপ্সরার থেকে কম সুন্দরী নন? সম্প্রতি তার একটি ছবি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। চলুন আজকে দেশে নিই ইরফান পাঠানের স্ত্রী কতটা সুন্দরী।

ইরফান পাঠানের স্ত্রী সাফা বেগ (Safa Baig) ২৮ ফেব্রুয়ারি ১৯৯৪ সালে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। ইরফান পাঠানের স্ত্রী তার থেকে ১০ বছরের ছোট। দুজনের প্রথম দেখা হয় ২০১৪ সালে। প্রথম দেখাতেই সাফা বেগের প্রেমে পড়েছিলেন ইরফান। দুজনের মধ্যে প্রায় ১০ বছরের ব্যবধান, কিন্তু তা সত্ত্বেও দুজনেই একে অপরের হাত ধরেছেন। এরপর ২০১৬ সালে সাফা বেগমেকে বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।

Irfan Pathan Wife

তবে সাফা বেইগ অসাধারণ একজন সুন্দরী। তিনি মধ্য-প্রাচ্য এশিয়ায় একজন স্বনামধন্য মডেলও ছিলেন। ওই দেশের একটি প্রসিদ্ধ ফ্যাশন ম্যাগাজিনে তার ছবি ছাপা হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকে সেভাবে কোনো দিন সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাননি সাফা। তিনি সবসম়য় প্রত্যেকটা ছবিতেই হিজাব অথবা মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখতেন।

এদিকে সাফা যে নিজের মুখ সবসময় হিজাবের আড়ালে ঢেকে রাখেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাসখানেক আগে কথাবার্তাও হয়েছিল। সেইসময় অনেকেই ইরফান পাঠানকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। সেইসময় এই প্রসঙ্গে নীরবতা ভাঙেন সাফা। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ব্যক্তিগত ইচ্ছেতেই সাফা নিজেকে হিজাবের আড়ালে থাকতে পছন্দ করেন।

Irfan Pathan Wife

আর এর মধ্যেই সাফার একটি হিজাব বিহীন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যা দেখে রীতিমতো চোখ ছানাবড়া হয়ে গেছে নেট নাগরিকদের। কারণ সাফা সৌন্দর্য্যর দিকে ঐশ্বর্য্য রায় থেকে মাধুরী দীক্ষিত সবাইকে টেক্কা দিয়ে দেবে। ছবিটিতে কয়েক লাখ লাখ লোক লাইক কমেন্ট করেছেন।

Irfan Pathan Wife

আরও পড়ুন : বিদেশি ক্রিকেটারদের সঙ্গে প্রেম থেকে বিয়ের আগেই মা হয়েছেন বলিউডের এই ৫ অভিনেত্রী

উল্লেখ্য, ২০০৩ সালে ভারতের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন ইরফান পাঠান। তৎকালীন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর তিনি নাকি অলরাউন্ডার হিসাবে সবথেকে বেশি পছন্দের ছিলেন। আবার ২০০৭ সালের বিশ্বকাপ জয়ের অন্যতম অবদান ছিলো ইরফান পাঠানের। সেই ম্যাচে খেলার জন্য ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ পুরস্কারও পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন : রূপে যেন লক্ষ্মী প্রতিমা, শচীন-সৌরভ-কুম্বলেদের মেয়েরা এখন কত সুন্দরী হয়েছে দেখুন