এই সপ্তাহে OTT-তে মুক্তি পাচ্ছে একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজ, দেখে নিন সম্পূর্ণ তালিকা

OTT Release This Week : বর্তমান সময় সিনেমার (Cinema) পর দর্শকদের বিনোদনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম (OTT platform)-এ মুক্তি পাওয়া ওয়েব কনটেন্টগুলি। প্রতি শুক্রবার যেমন বড় পর্দায় সিনেমা মুক্তি পায় ঠিক তেমনি প্রতি সপ্তাহে ভারতের ওটিটি প্ল্যাটফর্মগুলিতে নানা ধরনের ওয়েব সিরিজ ও সিনেমা মুক্তি পায়। দেখে নিন এই সপ্তাহে কী কী নতুন ওয়েব সিরিজ (Web-Series) ও সিনেমা (Movies) মুক্তি পেয়েছে।

সির্ফ এক বান্দা কাফি হ্যায় (Sirf Ek Bandaa Kaafi Hai) : সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Vajpayee)। তাকে এক আইনজীবীর চরিত্রে দেখা যাবে এই ওয়েব সিরিজে। ‘জি ফাইভ’ (Zee5)-এ স্ট্রিমিং হচ্ছে এই সিরিজটি।

Sirf Ek Bandaa Kaafi Hai

দ্য লাইট ইন ইওর আইজ (The Light in Your Eyes) : দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ওয়েব সিরিজগুলির মধ্যে অন্যতম হল ‘দ্য লাই ইন ইওর আইজ’। ১২ পর্বের এই ওয়েব সিরিজটি এখন স্ট্রিমিং হচ্ছে ‘এমএক্স প্লেয়ার’ (MX Player)-এ।

ইন্টারটুইনড ২ (Intertwined) : আজেন্টিনিয়ার জনপ্রিয় কমেডি ড্রামা হল ‘ইন্টারটুইনড-২’। এটি এই সপ্তাহেই মুক্তি পেয়েছে ওয়েব সিরিজটি। ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’ (Disney Plus Hotstar)-এ মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজটি।

Intertwined

মাদার্স ডে (Mother’s Day) : যারা অ্যাকশন ও রোমাঞ্চ পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই ওয়েব সিরিজটি। এখানে একজন মায়ের গল্প দেখানো হয়েছে। এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে চলতি সপ্তাহে। এটি দেখা যাবে নেটফ্লিক্স (Netflix)-এ।

ফুব্বার (Fuber) : কমেডি ড্রামা ঘরানার এই সিরিজে বহু দিন পর দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা অ্যানল্ডকে। তবে এই সিরিজে কমেডির পাশাপাশি রয়েছে ভরপুর অ্যাকশন যা দর্শকদের খুব পছন্দ হবে। এখন ‘নেটফ্লিক্স’-এ স্ট্রিমিং হচ্ছে এই ওয়েব সিরিজটি।

চল মন জিতওয়া জয় ২ (Chal Mann Jeetva Jaiye 2) : এই ওয়েব সিরিজের প্রথম সিজনটি দর্শকরা খুব পছন্দ করেছিলেন। তাই এবার মুক্তি পেয়েছে দ্বিতীয় সিজন। ২৫ মে থেকে এই ওয়েব সিরিজটির স্ট্রিমিং শুরু হবে ‘শেমারুমি’ (Shemaroo)-তে।

Kisi Ka Bhai Kisi Ki Jaan

কিসি কা ভাই কিসি কি জান (Kisi Ka Bhai Kisi Ki Jaan) : সুপারস্টার সলমন খান (Salman Khan)-এর এই ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছিল বড় পর্দায়। বক্স অফিসে ভালো ফল করার পর এবার ২৬ মে এই ছবি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এ।

ভেড়িয়া (Bhediya) : বরুন ধাওয়ান (Varun Dhawan) অভিনীত এই হরর কমেডি ছবিটি গত বছর মুক্তি পেয়েছিল বড় পর্দায়। এবার ২৬ মে এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। ‘জিও সিনেমা’ (Jio Cinema)-য় দেখা যাবে এই ছবিটি।

টার্ন অফ দ্য টাইড (Turn of the Tide) : পরিচালক অগাস্টো ফ্রাগার পরিচালনায় নির্মিত এই জনপ্রিয় ওয়েব সিরিজটি এবার মুক্তি পাবে ওটিটির পর্দায়। আগামী ২৬ মে থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজটির।

আরও পড়ুন : সেক্স-রোমান্স থেকে থ্রিলার-সাসপেন্সে ভরপুর, এপ্রিল মাসে OTTতে আসছে এই ৬ ওয়েব সিরিজ

ব্ল্যাড অ্যান্ড গোল্ড (Blood & Gold) : রোমাঞ্চ ও থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজটি সব বয়সের দর্শকরাই খুব পছন্দ করবে। চলতি সপ্তাহে এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে ওটিটির পর্দায়। এই ওয়েব সিরিজটি দেখা যাবে ‘নেটফ্লিক্স’-এ।

আরও পড়ুন : নেটফ্লিক্সের এই ১০টি ওয়েব সিরিজ দর্শকদের বিচারে সেরা, না দেখলে হবে চরম মিস