আমারা প্রায় শুনতে পাই বলিউড (Bollywood) ও হলিউডের (Hollywood) অভিনেতাদের সম্পত্তির পরিমাণ নিয়ে। কারুর হাজার কোটি তো কারুর দু হাজার কোটি। বিশাল সম্পত্তির মালিক এই অভিনেতাদের নিয়ে সকলের কত কৌতুহল। কী করেন তারা এত সম্পত্তি নিয়ে? কেমনই বা তাদের লাইফস্টাইল। কিন্তু বলিউড তারকাদের কথা জানলেও অনেকেই হয়তো জানেন না টলিউডের (Tollywood) তারকাদের সম্পত্তির ব্যাপারে।
জানেন না টলিউডের কোন তারকার সম্পত্তির পরিমাণ কত? দেব , জিৎ নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে এগিয়ে এই দৌড়ে? বরাবরই টলিউডের জনপ্রিয় তারকাদের সম্পত্তির পরিমাণ নিয়ে খবর খুব কম শুনতে পাওয়া যায়। কিন্তু তাদের সম্পত্তিও কম নেই। এই প্রতিবেদনে তাদের সম্পত্তি নিয়ে আলোচনা করা হল।
জিৎ(Jeet): বর্তমানে টলিউডের যে তিনজন সুপারস্টার রয়েছেন, তাদের মধ্যেই অন্যতম হল জিৎ। সাথী সিনেমা দিয়ে বাংলায় নিজের কেরিয়ার শুরু করেছিলেন সুপারস্টার জিৎ। তারপর একের পর এক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।
তবে আজ তিনি শুধু অভিনেতা নন, একজন সফল প্রযোজক। প্রতিবছর তার প্রযোজিত ছবি মুক্তি পাচ্ছে বড় পর্দায়। তার সেই ছবি বক্স অফিসেও ভাল ব্যবসা করেছেন। তাই সম্পত্তির দিক থেকেও অনেক অভিনেতাকে টক্কর দিতে পারেন তিনি। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় 1 মিলিয়ন ডলার থেকে 5 মিলিয়ন ডলার।
দেব (Dev): জিৎ-এর মতো দেবের ভক্তের সংখ্যাও কম নয় দুই বাংলায়। ২০২১ এবং ২০২২ এই দুই বছরেই বাংলার সবচেয়ে ব্লকবাস্টার দুটো ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দেব। শুধু তাই নয় ঐ ছবির প্রযোজকও ছিলেন তিনি। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় ২ মিলিয়ন থেকে ৫ মিলিয়ন ডলার।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee): বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নাম নেবে আর বুম্বাদার কথা মনে পরবে না এমনটা হয় না। তাকে ছাড়া টলিউডের কথা ভাবা যায় না। আজও জনপ্রিয়তার দিক থেকে তিনি টক্কর দিতে পারেন যে কোনও সুপারস্টারকে। দেব, জিৎ-এর মতো তিনিও প্রযোজক। তার সম্পত্তির পরিমাণ প্রায় 30 মিলিয়ন ডলার। যা দেব ও জিৎ-এর চেয়েও বেশি।