দর্শকের নয়নের মণি, ২০২৩-এর সেরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কে?

Most Popular Social Media Influencers 2023: ২০২৩-এ নেটাগরিকদের চোখের মণি এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা

Pinki Banerjee

Published on:

কেউ প্রতিদিনের জীবনযাত্রা তুলে ধরেছেন ক্যামেরার সামনে, কেউ আবার নিখাদ আনন্দ দিচ্ছে সকলকে। কেউ সেনসিটিভ বিষয়কে তুলে ধরছেন খুব নিখুঁতভাবে, কেউ আবার শুধুই করছেন বিনোদন। দিন যত এগোচ্ছে ততই এই ইনফ্লুয়েন্সাররা জনপ্রিয় হচ্ছেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। আজ আমরা জানবো ২০২৩ সালে কোন কোন ইনফ্লুয়েন্সাররা হয়েছেন সব থেকে বেশি নজর কেড়েছে দর্শকদের।

Most Popular Social Media Influencers 2023

RJ Priyanka : আরজে প্রিয়াঙ্কা ওরফে প্রিয়াঙ্কা সরকার হলেন শিলিগুড়ির বাসিন্দা। পেশায় রেডিও জকি প্রিয়াঙ্কা পূর্ববঙ্গীয় ভাষায় যেকোনো প্রাসঙ্গিক বিষয়কে মজার ছলে তুলে ধরেন সকলের সামনে। প্রিয়াঙ্কার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা ৭১২। ফেসবুকে ২৪ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ৭ লক্ষ ৭২ হাজার।

Niranjan Mondal

Niranjan Mondal : একজন পুরুষ হয়েও যেভাবে মা অথবা মেয়ের চরিত্র তিনি তুলে ধরেন সকলে সামনে তা সত্যি প্রশংসনীয়। মাঝে মাঝে নিরঞ্জনের অভিনয় ভীষণ বাস্তব বলে মনে হয়। মুঠোফোনে instagram থেকে facebook সর্বত্র ঘুরে বেড়ায় নিরঞ্জন মন্ডলের মজার ভিডিও। তবে নিজের মজার মানুষ হলেও একসময় রীতিমতো লড়াই করে বাঁচতে হয়েছে এই ইউটিউবারকে। বর্তমানে নিরঞ্জনের Instagram এ ফলোয়ার্স সংখ্যা ৭ লক্ষ ৪০ হাজার। ফেসবুকে ৮ লক্ষ ৬৪ হাজার এবং ইউটিউবে ৪ লক্ষ ৭৩ হাজার ফলোয়ার্স।

Preeti Sarkar : ফেসবুকের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার হলেন প্রীতি সরকার। কলকাতায় থাকলেও প্রীতি বড় হয়েছেন বহরমপুরে। ক্লাসিকাল নাচে পারদর্শী প্রীতি পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে। নিজের জীবনের নানা কঠিন সময়কে পেছনে ফেলে এখন একজন কনটেন্ট ক্রিয়েটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রীতি। প্রীতি একটি জামা কাপড় ব্র্যান্ডেরও মালিক। প্রীতির Instagram এ ফলোয়ার্স সংখ্যা ৩ লক্ষ ৪১ হাজার। ফেসবুকে ১ লক্ষ ১৭ হাজার এবং ইউটিউবে ২৩,২০০ জন।

Kiran Mazumder

Kiran Mazumder : আসল নাম কিরণ মজুমদার হলেও তাকে সকলে চেনে শ্রেয়া নামে। শ্রেয়া এবং তার স্বামীর দুষ্টু মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে এখন শুধুমাত্র নেট মাধ্যমে আটকে নেই কিরণ মজুমদারের জনপ্রিয়তা। এখন তিনি মডেল তথা অভিনেত্রী এবং একটি নামী গয়নার বিজ্ঞাপনের মুখ। ২০২৩ সালে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটারের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন কিরণ। কিরণের Instagram ফলোয়ার্স সংখ্যা ৩ লক্ষ ৩৬ হাজার। ফেসবুকে ৩৯ হাজার এবং ইউটিউবে ১০০৭ জন।

Prerana Das : মূলত মেকআপ ভিডিও পোস্ট করেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রেরণা দাস। তবে এখন মেকআপ ছাড়াও নানা ট্রেন্ডিং বিষয়ের উপর মজার ভিডিও পোস্ট করেন তিনি। স্ক্রিপ্ট থেকে লেখা, এডিট থেকে রেকর্ড সবকিছুই তিনি করেন একা হাতে। প্রেরণার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ২ লক্ষ ৫ হাজার, ফেসবুকে ২৪ হাজার এবং ইউটিউবে ৫২ হাজার ৭ জন।

Nandini Ganguly

Nandini Ganguly : স্মার্ট দিদি নন্দিনী গাঙ্গুলীকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। কলকাতার অফিস পাড়ার রাস্তার ধারে ভাতের হোটেল চালান নন্দিনী। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করার পর ব্যাঙ্গালোরতে কিছুদিন চাকরি করেন নন্দিনী। মহামারীর সময় বাধ্য হয়ে কলকাতায় ফিরে আসতে হয় তাকে। হাল ধরেন বাবার পাইস হোটেলের। প্রতিদিন নন্দিনীর দোকানের বাইরে ভিড় জমান ফুড ব্লগাররা। দিদি নাম্বার ওয়ান থেকে শুরু করে সিনেমার পর্দায়, নন্দিনীর অবাধ যাতায়াত সর্বত্র। স্মার্ট দিদির Instagram এ ফলোয়ার সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার। ফেসবুকে ১৩০০০ এবং ইউটিউবে ৩৯ হাজার।

আরও পড়ুন : ২০২৩ -এ ডিভোর্স নিয়েছেন এই ৫ টলিউড সেলিব্রেটি

Sukanta Kundu

আরও পড়ুন : সরকারি চাকরিও ফেল! এই টিভি অভিনেত্রীদের পারিশ্রমিক শুনলে পিলে চমকে যাবে

Sukanta Kundu : মালদার ছেলে সুকান্ত কুন্ডু এই মুহূর্তে একজন জনপ্রিয় ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পেশায় একজন তথ্যপ্রযুক্তি কর্মী হলেও সুকান্তকে লোকে চেনেন লেটস বি কনফিউজ নামে। ডেলি লাইফ নিয়ে নিয়মিত ব্লগ বানান তিনি। এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী অনন্যা গুহর সঙ্গে। ইনস্টাগ্রামে সুকান্তর ফলোয়ার্স সংখ্যা ১ লক্ষ ৯ হাজার। ইউটিউবে ২ লক্ষ ৪ হাজার, ফেসবুকে ৫৮ হাজার।