চোখের জলে চিরতরে ক্যামেরাকে বিদায় জানালেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), এমন একটি নাম যার শত্রুরাও সসম্মানে উচ্চারণ করেন এই নামটি। ৮০ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তিনি এখনো ইন্ডাস্ট্রির সক্রিয় একজন অভিনেতা। সময়কেও যিনি হারিয়ে দেন নিমেষে, সেই অমিতাভকে এবার হাতজোড় করে বিদায় জানাতে হল। বলতে হলো, কাল থেকে আর দেখা হবে না। কোন বানেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati) মঞ্চে অমিতাভের চোখে জল দেখে কাঁদলেন তার অগুন্তি ভক্তরা। তাহলে কি এবার অবসর নিতে চলেছেন অভিনেতা?

প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন অমিতাভ বচ্চন। বারবার নিজেকে ভেঙে চুরে নতুন করে গড়েছেন। কাজের মধ্যেই তিনি খুঁজে পান তার আনন্দ। আজও অমিতাভের সিনেমা মানেই দর্শকদের একরাশ আশা। অমিতাভের সিনেমা মানেই নতুন কিছু পাওয়া। কিন্তু যিনি কখনো হার মানতে শেখেননি, সেই শাহেনশাহকে এবার চোখের জলে বিদায় জানাতে হল। কিন্তু কেনো?

KBC AMITABH BACHCHAN

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, ব্যাপারটা কতটা আবেগতাড়িত। কেবিসি যে শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, অমিতাভের জীবনের অন্যতম অঙ্গ তা অভিনেতার কথা শুনলেই বুঝতে পারবেন আপনি। ভিডিওতে অমিতাভ বলছেন, “দেবীয়োঁ অউর সঞ্জনোঁ, এবার আমি চলে যাচ্ছি। কাল থেকে আর এই মঞ্চ সাজবে না।”

অভিনেতা আরো বলেন,” নিজেদের লোকেদের বলা, কাল থেকে আর দেখা হবে না, এটা সত্যিই যন্ত্রণাদায়ক। বলার ক্ষমতাই থাকে না, বা বলার ইচ্ছাই হয় না। আমি অমিতাভ বচ্চন এই মঞ্চ থেকে শেষবারের মতো বলতে চলেছি, শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি। কেবিসের মঞ্চে শেষবারের মতো অমিতাভ বচ্চন।” তাহলে কি এবার বন্ধ হতে চলেছে কেবিসি? না কি পাল্টে যেতে চলেছে সঞ্চালক?

KBC AMITABH BACHCHAN

অমিতাভ বচ্চন ছাড়া কেবিসি চিন্তা করাই যায় না। তবে জানা যাচ্ছে, কেবিসির পরবর্তী সিজনে হয়তো বিগ বি নাও থাকতে পারেন। হয়তো অন্য কোন সঞ্চালককে দেখতে হবে এবার অনুষ্ঠানের মঞ্চে। তবে এই মুহূর্তে অমিতাভের হাতজোড় করে বলা কথাগুলি কাঁদিয়েছে সেটে থাকা উপস্থিত সকলকেই। কেঁদেছেন অভিনেতা নিজেও।

আরও পড়ুন : একটা এপিসোড করেই কোটিপতি! KBC থেকে কত টাকা বেতন পান অমিতাভ বচ্চন?

KBC AMITABH BACHCHAN

আরও পড়ুন : KBC-তে জিতেছিলেন ৫ কোটি টাকা, ভাগ্যের পরিহাসে সেদিনের কোটিপতি আজ ফকির

প্রসঙ্গত, এই অনুষ্ঠানটি অমিতাভের জীবন রাতারাতি বদলে দেয়। যে সময় কোটি কোটি টাকার ঋণে জর্জরিত হয়ে ছিলেন অমিতাভ, সেই সময় এই ছোট পর্দার অনুষ্ঠানটিই বাঁচিয়ে দিয়েছিল বিগ বির ক্যারিয়ার। অন্যদিকে অমিতাভের উপস্থিতি জনপ্রিয়তা এনে দিয়েছিল অনুষ্ঠানটির। বলাই যায়, অমিতাভ এবং কেবিসি একে অপরের পরিপূরক। তবে যদি আগামী পরবর্তী সিজনে যদি সত্যিই অমিতাভ এই অনুষ্ঠানে না থাকেন, তাহলে কেবিসির জনপ্রিয়তা যে ধূলিসাৎ হয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।